Logo
Logo
×

খেলা

একমাত্র ফুটবলার হিসেবে সালাহর ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৮:৪৪ পিএম

একমাত্র ফুটবলার হিসেবে সালাহর ইতিহাস

প্রিমিয়ার লিগে একমাত্র ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ। তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হয়েছেন মিসরীয় এই তারকা।

বর্ষসেরা হওয়ার দৌড়ে ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের অ্যালেক্সজান্ডার আইজ্যাক, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, সালাহর ক্লাব সতীর্থ আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার, চেলসির ইংলিশ ফুটবলার কোল পালমার ও আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রিচ।

মঙ্গলবার ম্যানচেস্টারের অপেরা হাউজে সালাহর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সালাহ ২০২৪-২৫ মৌসুমে দারুণ খেলায় ‘প্রশেফনাল ফুটবলার এসোসিয়েশন’ (পিএফএ)-এর দেওয়া এই পুরস্কার জিতেছেন। গত মৌসুমে তিনি ২৯ গোল করেছিলেন ও ১৮ গোলে সহায়তা দিয়েছিলেন। 

এর আগে ২০১৭-১৮ ও ২০২১-২২ মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন মিসরীয় তারকা সালাহ। পিএফএ-এর বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মরগান রজার্স। ম্যানসিটিতে যোগ দেওয়া গোলরক্ষক জেমস ট্রাফোর্ড চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলার হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম