এশিয়া কাপে জায়গা পাননি, রিজওয়ানের ‘বেকারত্ব’ ঘোচাল সাকিবদের লিগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক তিনি। তবে সেই মোহাম্মদ রিজওয়ানের জায়গা হয়নি এশিয়া কাপ খেলতে যাওয়া পাকিস্তান দলে। কারণ ফরম্যাটটা টি-টোয়েন্টি। যার ফলে তিনি এশিয়া কাপের আগের এই মাসটায় বেকার সময়ই কাটাচ্ছিলেন।
তবে রিজওয়ানের বেকারত্ব এবার ঘুচিয়ে দিচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), যেখানে খেলছেন সাকিব আল হাসান। সেখানকার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস তাকে দলে টানছে লিগের মাঝপথে।
চলমান ২০২৫ আসরে সেন্ট কিটস দলে ছিলেন আফগানিস্তানের পেসার ফজলহক ফরুকি। তবে তিনি এখন জাতীয় দলের দায়িত্বে ব্যস্ত হয়ে পড়বেন। যার ফলে তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে রিজওয়ানকে।
ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্যাট্রিয়টস আনুষ্ঠানিকভাবে রিজওয়ানের অন্তর্ভুক্তির ঘোষণা দেবে। তবে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে আসন্ন ম্যাচে তার খেলা এখনও অনিশ্চিত।
রিজওয়ানের সিপিএল অভিষেক হতে যাচ্ছে এই আসরে। এটি তার দ্বিতীয় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রিজওয়ানকে সিপিএলে খেলতে ছাড়পত্র (এনওসি) দেবে।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দলে আগেই ছিলেন পাকিস্তানি দুই পেসার নাসিম শাহ এবং আব্বাস আফ্রিদি। তাদের সঙ্গে এবার যুক্ত হলেন উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান।
