পাকিস্তানে ভয়াবহ বন্যা, অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান আফ্রিদির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ও দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৬ জনে। সেনাবাহিনী সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। বুধবার (২০ আগস্ট) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পিটিআই।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ আপডেটে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ২৬ জুন থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭০৬ জনে এসে ঠেকেছে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৯৬৫ জন হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার-পাখতুনখাওয়া (কেপি) প্রদেশ, যেখানে এখন পর্যন্ত ৪২৭ জনের প্রাণহানি ঘটেছে।
দেশের এমন ক্লান্তিকালে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। টুইটারে এক পোস্টে আফ্রিদি বলেন, হাজার হাজার পরিবার বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। তাদের খাদ্য, নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। আমরা সবাই তাদের পাশে দাঁড়ালে পরিবর্তন আনতে পারব।
ক্রিকেট থেকে অবসরে মানবতার খেদমতে এই কিংবদন্তি গড়ে তুলেছেন আফ্রিদি ফাউন্ডেশন। তার গঠিত ফাউন্ডেশন সব সময় গরীব অসহায় মানুষকে সহযোগিতা করে আসছে। চলমান এই বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান আফ্রিদি।
