Logo
Logo
×

খেলা

ব্যাটে-বলে অজিদের নাকানিচুবানি খাইয়ে সিরিজ জয় প্রোটিয়াদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম

ব্যাটে-বলে অজিদের নাকানিচুবানি খাইয়ে সিরিজ জয় প্রোটিয়াদের

ছবি: এএফপি

ম্যাথু ব্রিটজকে-ট্রিস্টান স্টাবসের আলো ঝলমলে ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। শুক্রবার (২২ আগস্ট) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ৮৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে সফরকারীরা।

প্রোটিয়াদের দেওয়া ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জশ ইংলিস ৭৪ বলে ৮৭ রানের ইনিংস খেলার পরও ১৯৩ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। ৪২ রানে ৫ উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেন এনগিডি।

রান তাড়ায় নেমে দলীয় ৩৮ রানের মধ্যেই ট্রাভিস হেড (৬), মারনাস লাবুশেন (১) ও অধিনায়ক মিচেল মার্শের (১৮) উইকেট খুইয়ে বসে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ক্যামেরন গ্রিন ও জস ইংলিস ৬৭ রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই জুটি ভাঙলে ফের বিপদে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ১৮ রানে শেষ ৫ উইকেট হারায় তারা।

এর আগে প্রথমে ব্যাট করে ম্যাথু ব্রিটজকের ৮৮ ও স্ট বসের ৭৪ রানের সুবাদে ২৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৭৮ বলে ৮৮ রানের ইনিংস খেলার পথে একটি রেকর্ড গড়েছেন ব্রিটজকে। সেটি হলোক্যারিয়ারের প্রথম চার ওয়ানডেতে সবচেয়ে বেশি ৩৭৮ রান তোলার রেকর্ড। প্রথম তিন ওয়ানডেতে ব্রিটজকে করেছিলেন ১৫০, ৮৩ ও ৫৭ রান। আর আজ করলেন ৮৮।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯৮ রানে উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ধবলধোলাই এড়াতে আগামী ২৪ আগস্ট সিরিজের শেষ ওয়ানডে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম