|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় দলের এক ক্রিকেটারকে ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই ক্রিকেটার হলেন পাপুয়া নিউ গিনির উইকেটকিপার ব্যাটসম্যান কিপ্লিন ডোরিগা।
গত ২৫ অগাস্ট জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে একটি ডাকাতি হয়েছিল। যখন এই ডাকাতি হয়, সেই সময় ডোরিগা দলের সঙ্গেই ছিলেন। বর্তমানে এই দলটা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের চ্যালেঞ্জ লিগে খেলছে। এই লিগের ২১ নম্বর ম্য়াচে কুয়েতের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ডোরিগা। ২৯ বলে ১২ রান করেন তিনি। এরপর ডাকাতির ঘটনায় তার নাম জড়িয়ে যাওয়ার কারণে ২ ম্য়াচ তাকে নির্বাসিত করা হয়।
গত বুধবার কিপ্লিন ডোরিগাকে ম্য়াজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়েছিল। জানা গিয়েছে, আদালতে শুনানি চলাকালীন তিনি নিজের যাবতীয় অপরাধ স্বীকার করেন। এরপর এই অভিযোগকে যথেষ্ট গুরুতর বলে চিহ্নিত করেন ম্যাজিস্ট্রেট রেবেকা মার্লে-কির্ক। সেইসঙ্গে তিনি এই মামলাটি রয়্যাল কোর্টে পাঠিয়ে দেন।
এই ঘটনায় ক্রিকেটার ডোরিগাকে এবার ২৮ নভেম্বর রয়েল কোর্টে পেশ করা হবে। ইতিমধ্যে তার জামিনের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর পর্যন্ত আগামী তিন মাস তাকে পুলিশি হেফাজতে থাকতে হবে। ক্রিকেট খেলতে পারবেন না তিনি। পাপুয়া নিউগিনি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এটা ব্যক্তিগত ঘটনা। এই ঘটনার জন্য জাতীয় ক্রিকেট দল একেবারেই জড়িত নয়।
২৯ বছর বয়সি এই উইকেটকিপার ব্যাটসম্যান পাপুয়া নিউ গিনির হয়ে ৯৭ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ২০২১ এবং ২০২৪ টি-২০ ক্রিকেট বিশ্বকাপও রয়েছে। ৩৯ ওয়ানডে ম্য়াচে তিনি মোট ৭৩০ রান করেছেন। এরমধ্যে রয়েছে চারটে হাফসেঞ্চুরি। অন্যদিকে, টি-২০ ক্রিকেটে ৩৮ ম্য়াচে তিনি ৩৫০ রান করেছেন।
