বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শুরু কাল, খেলা দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম
ছবি: বিসিবি০
|
ফলো করুন |
|
|---|---|
রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। এবারও দর্শকদের জন্য টিভির পাশাপাশি অনলাইনে খেলা দেখার ব্যবস্থা থাকছে।
সিরিজের ব্রডকাস্টার হিসেবে থাকছে দুই বাংলাদেশি টিভি চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভি। এছাড়া অনলাইনে খেলা দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। পাকিস্তানেও খেলা দেখাবে ট্যাপম্যাড। ভারতে খেলা দেখাবে ফ্যানকোড। এর বাইরে বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে খেলা দেখতে পারবেন।
এক বছর পিছিয়ে যাওয়া ভারত সিরিজের বদলে নেদারল্যান্ডস সিরিজ খেলছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই এশিয়া কাপের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে টাইগাররা। অন্যদিকে নেদারল্যান্ডসের জন্য এই সিরিজ আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি।
পরের বিশ্বকাপ হবে উপমহাদেশের দুই দেশ ভারত এবং শ্রীলঙ্কায়। তার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ ডাচদের সামনে। আগামীকাল ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

