|
ফলো করুন |
|
|---|---|
২০১৪ সালের পর বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ১১ বছর পর বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ডাচরা।
আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন নেদারল্যান্ডস কোচ রায়ান কুক।
তিনি বলেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে, জিততে পারে। সম্প্রতি তারা (বাংলাদেশ) ভালো ক্রিকেট খেলছে। কিন্তু ওই সিরিজগুলো এটাও দেখিয়েছে তাদেরও দূর্বলতা আছে। আমরা এখানে ভালো একটা আত্মবিশ্বাস নিয়েই এসেছি যে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব। আমরা জানি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে আমাদেরকে চ্যালেঞ্জ জানাবে।’
কুক বলেন, ‘অবশ্যই, তাদের খুব ভালো খেলোয়াড় আছে এবং ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলা কঠিন। তাই আমাদের ছেলেদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা যদি মনে করতাম আমরা জিততে পারব না, তাহলে আমরা এখানে আসতাম না। বিশ্বকাপেও আমরা তাদের সঙ্গে থাকব। আমরা যদি একই গ্রুপে পড়ি তাহলে আমরা তাদেরকে হারাতে চাইব। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যা আছে সেটা নিয়েই এগিয়ে যেতে হবে। এবং আমরা আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারাতে পারব।’
