Logo
Logo
×

খেলা

প্রয়োজনে টাকা কম নেবেন, তবু ম্যানইউতে খেলতে চাইলেন না ব্রাজিলিয়ান ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ এএম

প্রয়োজনে টাকা কম নেবেন, তবু ম্যানইউতে খেলতে চাইলেন না ব্রাজিলিয়ান ফুটবলার

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্থায়ীভাবে বিদায় নিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস দলবদলের শেষ মুহূর্তে তাকে কিনে নিয়েছে ২৫ মিলিয়ন ইউরোতে। এই চুক্তিতে যুক্ত হয়েছে একটি বিশেষ শর্ত, ভবিষ্যতে বেটিস যদি তাকে বেশি দামে বিক্রি করে তবে লাভের অর্ধেক যাবে ইউনাইটেডের ঘরে।

ইউনাইটেড ও বেটিসের মধ্যে এই আলোচনার শুরু হয়েছিল অনেক আগেই। তবে ঝামেলা তৈরি হয়েছিল অ্যান্টনির বেতন কমানো নিয়ে। শেষ পর্যন্ত সমঝোতা হয়। ইউনাইটেড জানায়, অ্যান্টনিকে বিদায় দেওয়ার পর আর কোনো অর্থ পরিশোধ করতে হবে না।

অ্যান্টনি ২০২২ সালের আগস্টে আয়াক্স থেকে ৯৫ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছিলেন ইউনাইটেডে। তখনকার কোচ এরিক টেন হাগের অধীনে তিনি ছিলেন বড়সড় সাইনিং। কিন্তু ইংল্যান্ডে তার সময় ভালো কাটেনি। সমালোচনা, ফর্মহীনতা আর আত্মবিশ্বাস হারিয়ে ধীরে ধীরে দল থেকে ছিটকে যান তিনি। শেষ পর্যন্ত ২০২৫ সালের জানুয়ারিতে ধারে চলে যান রিয়াল বেটিসে।

স্পেনে গিয়ে তিনি নতুন ছন্দ খুঁজে পান। ম্যানুয়েল পেলেগ্রিনির অধীনে খেলেছেন ২৬ ম্যাচ। করেছেন ৯ গোল, আছে ৫টি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে বেটিস পৌঁছে যায় কনফারেন্স লিগের ফাইনালে। যদিও শিরোপা জিততে পারেনি, ৪-১ গোলে হেরে যায় চেলসির কাছে।

বেটিস আগেই জানিয়ে দিয়েছিল, আগামী মৌসুমে তাদের পরিকল্পনায় অ্যান্টনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাই তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোই ছিল প্রধান লক্ষ্য।

অ্যান্টনি নিজেও পরিষ্কার করে বলেন, তিনি ম্যানইউতে থাকতে চাননি। ব্রাজিলিয়ান চ্যানেল টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ইউনাইটেডে এমন দিন কাটিয়েছি যখন খেতেও ইচ্ছে করত না। আমি খুশি ছিলাম না, ফুটবল খেলার কোনো আগ্রহ অনুভব করতাম না। আমাকে নিজেকে খুঁজে পেতে হতো, আর আমি মনে করি সেটা বেটিসে এসে পেয়েছি।’

শেষ পর্যন্ত তাই টাকার চেয়ে নিজের মানসিক শান্তিকেই বড় করে দেখেছেন অ্যান্টনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম