Logo
Logo
×

খেলা

ফখর জামানের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ এএম

ফখর জামানের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের জয়

ফখর জামান ও নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে আরব আমিরাতের বিপক্ষে জয় পেল পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে ৩১ রানে জয় পেল পাকিস্তান। 

পাকিস্তানের এই জয়ে ফাইনালের টিকেট নিশ্চিত হলো আফগানিস্তানেরও। টানা তিন হারে আমিরাতের বিদায় নিশ্চিত হয়ে গেল এক ম্যাচ বাকি থাকতেই।

বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে পাকিস্তান। সিরিজে প্রথম তিন ম্যাচে অল্পে আটকে যাওয়া ফাখার এবার ১০ চার ও ২ ছক্কায় খেলেন ৪৪ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস। 

সাত নম্বরে নেমে ৩ চার ও ২ ছক্কায় ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নাওয়াজ। জীবন পান অবশ্য দুজনই।

এই দুজন অবিচ্ছিন্ন ৯১ রানের জুটি গড়েন ৫১ বলে। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে বা এর নিচে পাকিস্তানের সর্বোচ্চ জুটি এটিই। পেছনে পড়ে গেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ষষ্ঠ উইকেটে ইফতিখার আহমেদ ও শাদাব খানের ৮২ রানের জুটি।

টার্গেট তাড়া করতে নেমে ১৪০ রানের বেশি করতে পারেনি আমিরাত। দলের হয়ে ওপেনার আলিশান শারাফুর ৫১ বলে ৬৮ রান করেন। বাকিরা সবাই আসা-যাওয়ার মিছিলে অংশ নেন।

সিরিজে প্রথমবার খেলতে নেমে চার ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আবরার খান। ২৬ বছর বয়সী এই লেগ স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিং এটি। গত মে মাসে লাহোরে বাংলাদেশের বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট ছিল তার আগের সেরা।

দল হারলেও দারুণ এক কীর্তি গড়েন আমিরাতের জুনায়েদ সিদ্দিক। এ দিন এক উইকেট শিকার ধরে আমিরাতের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম