Logo
Logo
×

খেলা

আকাশ চোপড়ার সেই খোঁচার ‘জবাবে’ কী বললেন জাকের?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম

আকাশ চোপড়ার সেই খোঁচার ‘জবাবে’ কী বললেন জাকের?

ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া এশিয়া কাপের আগে বাংলাদেশকে একটা খোঁচাই দিয়ে বসেছেন। তিনি বলেছেন গেল বার শেষ চারে খেলা বাংলাদেশ এবার গ্রুপ পর্বই পেরোতে পারবে না। বিষয়টা জাকের আলীর কানেও গেছে। সে প্রসঙ্গে একটা প্রশ্নের জবাবও দেশ ছাড়ার আগে দিয়ে গেছেন তিনি।

আকাশ সম্প্রতি জানিয়েছেন এই কথা। তিনি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ আটকে যাবে। তাদেরকে টপকে সুপার ফোরে চলে যাবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।’ তার কারণও তিনি জানান। তার অভিমত, বাংলাদেশ দলটা অতিমাত্রায় লিটন দাস নির্ভর। 

কথাটা অমূলক নয় আদৌ। শেষ কয়েক সিরিজে বাংলাদেশ ব্যাটিংয়ে বড় রান করেছে তখনই, যখন শীর্ষে লিটন দাস ভালো করেছেন। আকাশের চোখে এটাই সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশ দলের।

এছাড়া বাংলাদেশের ইতিহাসও সমৃদ্ধ নয়, বিশেষত ট্রফি জেতার ক্ষেত্রে। আর তাই আকাশের হিসেবের খাতায় বাংলাদেশ থাকবে পেছনের দিকে।

এই কথার জবাবটা আপাতত দিতে চাইলেন না জাকের। তাকে আকাশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব।’ 

তিনি আরও যোগ করেন, ‘ড্রেসিং রুমের অবস্থা সবসময়ই ভালো ছিল। সার্বিকভাবে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ। তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম