Logo
Logo
×

ক্রিকেট

কোহলির ৮ বছরের রেকর্ড ভাঙলেন অভিষেক 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৩:২১ পিএম

কোহলির ৮ বছরের রেকর্ড ভাঙলেন অভিষেক 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। সানরাইজার্সের এই বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন বিরাট কোহলির আট বছরের পুরোনো রেকর্ড।

রোববার পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেছেন তিনি। মাত্র ২১ বলে করেছেন অর্ধশতরান। ইনিংসে ৫টি ছক্কা মারেন এ বাঁহাতি ব্যাটার। লিগ পর্ব শেষে  ৪১টি ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয় ব্যাটার এখন তিনি। পেছনে ফেলেছেন কিং কোহলিকে।

এর আগে কোহলি এই রেকর্ডের মালিক ছিলেন। ২০১৬ সালে তিনি ৩৮ ছক্কা মেরেছিলেন। চলতি মৌসুমে অবশ্য নিজের রেকর্ড নিজেও ভাঙতে পারেন কোহলি। এবার এখনো পর্যন্ত ৩৭ ছক্কা হাঁকিয়েছেন তিনি। অর্থাৎ প্লে-অফে এলিমিনেটরে দুটি ছক্কা মারলেই নিজের রেকর্ড ভেঙে ফেলবেন বিরাট। খবর আনন্দবাজার অনলাইনের।

দেশি-বিদেশি মিলিয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। ২০১২ সালে ৫৯ ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৩ সালে ৫১ ও ২০১১ সালে ৪৪ ছক্কা মেরেছিলেন গেইল। এরপর রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। ২০১৯ সালে ৫২ ছক্কা মেরেছিলেন তিনি। ইংল্যান্ডের জস বাটলার ২০২২ সালে ৪৪টি ছক্কা মেরেছিলেন।

অভিষেক শর্মা ব্যাট হাতে ১৩ ম্যাচে তিনটি হাফসেঞ্চুরিতে ৪৬৭ রান করেছেন। ৩৮.৯২ গড় ও ২০৯.৪১ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। হায়দরাবাদের প্লে-অফে ওঠার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন অভিষেক।

কোহলি অভিষেক  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম