Logo
Logo
×

উপসম্পাদকীয়

স্মরণ: কবি লর্ড বায়রন

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্মরণ: কবি লর্ড বায়রন

বিখ্যাত ব্রিটিশ কবি জর্জ গর্ডন নোয়েল বায়রন ১৭৮৮ সালের ২২ জানুয়ারি গ্রেট ব্রিটেনের ডোভারের কেন্টে জন্মগ্রহণ করেন।

১৮ শতকের শেষের দিকে শুরু হয়ে ১৯ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত ইংরেজি সাহিত্যে ‘রোমান্টিক মুভমেন্ট’ নামে একটি আন্দোলন হয়।

এ আন্দোলনের প্রভাব ইংরেজি সাহিত্যে আজও অব্যাহত রয়েছে। সেই আন্দোলনের প্রধান পাঁচজন কবির মধ্যে লর্ড বায়রন অন্যতম। বায়রন ছিলেন অত্যন্ত সুদর্শন, প্রাণবন্ত, আবেগপ্রবণ ও অনন্য চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী।

বায়রনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা Don Juan এবং Childe HaroldÕs Pilgrimage। তিনি ১৮২৪ সালের এই দিনে গ্রিসের মিসোলঙ্গিতে থাকাবস্থায় মাত্র ৩৬ বছর বয়সে জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

কবি লর্ড বায়রন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম