|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীতে চুলের খোঁপা থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
মঙ্গলবার সকালে শহরের বনানী এলাকার সংশপ্তক লেনের জহিরুল ইসলাম খানের বাসার ভাড়াটিয়া মো. সোহেল সিকদারের (৩৯) বাসায় অভিযান চালায় তারা। এ সময় সোহেল সিকদারকে আটক করা হয়।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনানী এলাকায় সোহেল সিকদারের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাসায় ব্যবহৃত কাপড়ের র্যাকে রক্ষিত স্ত্রীর চুলের খোঁপায় মোড়ানো এক হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে সোহেলকে আটক করা হয়।
