Logo
Logo
×

সুরঞ্জনা

শীতে প্রকৃতি ও জীবন

Icon

আসাদুজ্জামান রাসেল

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৪:৪২ পিএম

শীতে প্রকৃতি ও জীবন

ছবি: লেখক

ঋতু পরিক্রমায় বাংলাদেশে এখন শীতকাল। বাঙালির জীবন মানসে এ ঋতুর প্রভাব সবচেয়ে বেশি। কুয়াশার চাদর মুড়িয়ে আবির্ভূত হয় শীতের সকাল। 

এ সময়  মৌমাছির গুঞ্জনে মুখরিত হয় হলুদ সরষে খেত আর ফুলের বাগান। পাওয়া যায় লালশাক, পালংশাক, বেগুন, বরবটি, শিম, টমেটো, আলু, মুলা, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, শালগম, ওলকপি। ফোটে গাঁদা, গোলাপ, ডালিয়া, সূর্যমুখীসহ নানা রং-বেরঙের ফুল। 

এ সময় খেজুরের দিয়ে বানানো হয় নানা রকম পিঠাপুলি। নদী নালা খাল-বিল শুকিয়ে যেতে থাকে। শীতকালে নানা জায়গায় ঘুরে বেড়ানো আর চড়–ইভাতির ধুম পড়ে যায়। শহুরে জীবনে আয়োজন করা হয় বার বি কিউ পার্টি। 

ভোর হতেই গ্রামে কৃষাণীদের ধান সিদ্ধ করা, মাঠে ব্যস্ত কৃষক নতুন করে ফলস ফলানোর, শীত থেকে রক্ষা পেতে আগুন  পোহানো এসবই ধরা পরে চিরায়ত শীতের রূপ হিসাবে বাংলাদেশে।

শীত প্রকৃতি জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম