Logo
Logo
×

সুরঞ্জনা

সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৪:০২ পিএম

সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রশাসন ইউনিটের আয়োজনে বৃহস্পতিবার দপ্তরের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চার দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু এনডিসি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন। তাদের সঙ্গে প্রশিক্ষণ সম্পর্কে বিভিন্ন বিষয়ে মতামত আদান-প্রদান করেন। 

এছাড়া তিনি অধিদপ্তরের এমআইএস ইউনিট কর্তৃক প্রকাশিত 'বার্ষিক প্রতিবেদন-২০২১' (Annual Report 2021)-এর মোড়ক উন্মোচন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল দীর্ঘ চাকরিজীবনের অর্জিত বিভিন্ন অভিজ্ঞতা ও ঘটনা তুলে ধরেন। সেই সঙ্গে সবাইকে নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে স্বাধীন দেশের নাগরিক হিসাবে দেশের প্রতি কর্তব্য ও ঋণ শোধ করতে উদ্বুদ্ধ করেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু এনডিসি সভাপতির বক্তব্যে বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা দেশের মানুষের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগকে কাজে লাগাবেন। পরিবার পরিকল্পনা বিভাগের লক্ষ্যমাত্রা পূরণে নিজেদের সেরাটা দেবেন। 

পরিবার পরিকল্পনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম