Logo
Logo
×

সুরঞ্জনা

বেগম সুফিয়া আহমেদ ‘দি ইঞ্জিনিয়ার্স রত্মগর্ভা মা’ পদকে ভূষিত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ০৯:২৬ পিএম

বেগম সুফিয়া আহমেদ ‘দি ইঞ্জিনিয়ার্স রত্মগর্ভা মা’ পদকে ভূষিত

প্রকৌশলীদের পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদস্য প্রকৌশলী আফরোজা বেগমের মা বেগম সুফিয়া আহমেদকে ‘দি ইঞ্জিনিয়ার্স রত্মগর্ভা মা’ পদকে ভূষিত করা হয়েছে।

রোববার ঢাকার আইইবি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকৌশলী আফরোজা বেগমের হাতে তার মায়ের এই অসামান্য পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীপলু)।

রত্মগর্ভা মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম