অপেক্ষা যেন শেষ হচ্ছে না, ফের পেছাল ‘জিটিএ সিক্স’-এর মুক্তি
আইটি ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
‘জিটিএ সিক্স’-এর অফিশিয়াল পোস্টার
|
ফলো করুন |
|
|---|---|
ভিডিও গেমের ইতিহাসে এমন উন্মাদনা ও দীর্ঘ প্রতীক্ষা মনে হয় এর আগে দেখেনি বিশ্ব! একটা প্রজন্ম বড় হয়ে গেছে, তবু সেই বহু আকাঙ্ক্ষিত ও স্বপ্নের ‘জিটিএ সিক্স’ যেন হাতের নাগালে আসছে না।
শৈশব থেকে কৈশোর, আর কৈশোর থেকে যৌবন- গেমারদের এক যুগ পেরিয়ে গেছে এই গেমটি খেলার অপেক্ষায়। জনপ্রিয় ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ) সিরিজ আবারও ফিরছে, তবে একটু দেরিতে।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জিটিএ ফাইভ’-এর অভূতপূর্ব সাফল্যের পর থেকেই শুরু হয়েছিল ‘জিটিএ সিক্স’-এর প্রতীক্ষা। প্রথমে গেমটি ২০২৫ সালে আসবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। পরে নতুন সময় জানানো হয় ২০২৬ সালের মে মাস। কিন্তু সাম্প্রতিক ঘোষণায় জানা গেছে, সেই সময়ও আর রাখা সম্ভব হচ্ছে না।
রকস্টার গেমসের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১৯ নভেম্বর। প্রতিষ্ঠানটির ভাষ্য, ‘আমরা সবসময় গেমারদের সেরা মানের ও নিখুঁত অভিজ্ঞতা দিতে চেয়েছি, আর সেটি নিশ্চিত করতেই আমাদের আরও কিছু সময় প্রয়োজন।’
২০১৩ সালে প্রকাশিত ‘জিটিএ ফাইভ’ এখনো বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রীত গেম, যার জনপ্রিয়তা এক দশক পরেও অটুট। বিশেষ করে এর অনলাইন সংস্করণের কারণে নতুন প্রজন্মের মধ্যেও এটি সমানভাবে জনপ্রিয়।
তাই নতুন সিক্যুয়েল মুক্তির ঘোষণা গেমারদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছিল। কিন্তু বারবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় অনেকেই এখন হতাশ। তবুও আশার খবর, ‘জিটিএ সিক্স’-এ দেখা মিলবে নতুন ও বিশাল এক শহর ‘লিওনিডা’, যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অনুপ্রাণিত। এছাড়া আরও আধুনিক ও ঝলমলে রূপে ফিরে আসছে সকলের প্রিয় ‘ভাইস সিটি’ গেমের শহরের একাংশ!
সূত্র- বিবিসি

