Logo
Logo
×

অন্যান্য

‘Chips Act’-এর বড় অংশ কেন চায় OpenAI

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

‘Chips Act’-এর বড় অংশ কেন চায় OpenAI

OpenAI-এর CEO স্যাম অল্টম্যান

OpenAI যুক্তরাষ্ট্রের Chips Act-এর ৩৫% ট্যাক্স ক্রেডিটের আওতা বাড়িয়ে AI সার্ভার, ডেটা সেন্টার এবং বিদ্যুৎ গ্রিড উপাদানগুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। কোম্পানির মতে, এই পদক্ষেপটি বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করবে এবং যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অবকাঠামো দ্রুত গড়ে তুলতে সহায়তা করবে।

OpenAI-এর গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান ক্রিস লেহেন হোয়াইট হাউসের Office of Science and Technology Policy (OSTP)-তে পাঠানো এক চিঠিতে আহ্বান জানান, যেন Advanced Manufacturing Investment Credit (AMIC) কর্মসূচির পরিধি শুধু সেমিকন্ডাক্টর উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রাখা হয়।

তিনি লেখেন,  ‘AMIC-এর বিস্তৃত কাভারেজ মূলধনের প্রকৃত খরচ কমাবে, প্রাথমিক বিনিয়োগের ঝুঁকি হ্রাস করবে এবং বেসরকারি মূলধনকে উন্মুক্ত করবে, যা যুক্তরাষ্ট্রে AI নির্মাণের গতি বাড়াতে সহায়তা করবে।’

OpenAI আরও প্রস্তাব দিয়েছে, AI অবকাঠামো প্রকল্পগুলোর পারমিট ও পরিবেশগত অনুমোদন প্রক্রিয়া সহজতর করতে। এছাড়া কপার, অ্যালুমিনিয়াম ও রেয়ার আর্থ মিনারেলসের মতো কাঁচামালের একটি কৌশলগত মজুদ গড়ে তুলতে, যেগুলো ডেটা সেন্টার নির্মাণে অত্যাবশ্যক।

এই চিঠিটি প্রথমে ২৭ অক্টোবর প্রকাশিত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে Wall Street Journal-এর এক অনুষ্ঠানে OpenAI নির্বাহীরা অবকাঠামো বিষয়ক পরিকল্পনা নিয়ে আলোচনা করার পর এটি আবারও আলোচনায় আসে।

OpenAI-এর CFO সারাহ ফ্রিয়ার প্রথমে বলেছিলেন, সরকার যেন কোম্পানির অবকাঠামো ঋণকে ‘ব্যাকস্টপ’ করে, তবে পরে তিনি LinkedIn-এ ব্যাখ্যা দেন যে তিনি সেটি ভুলভাবে বলেছিলেন এবং এও স্পষ্ট করেন যে OpenAI কোনো সরকারি ঋণ-গ্যারান্টি চায় না।

CEO স্যাম অল্টম্যানও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন OpenAI-এর ডেটা সেন্টারের জন্য সরকারের কোনো গ্যারান্টি নেই বা তারা তা চায়ও না। অল্টম্যান জোর দিয়ে বলেন, ‘সরকারের উচিত নয় বিজয়ী বা পরাজিত নির্ধারণ করা, এবং করদাতাদের উচিত নয় কর্পোরেট ক্ষতির দায় নেওয়া।’

তিনি আরও জানান, OpenAI আশা করছে ২০২৫ সালের শেষ নাগাদ তাদের বার্ষিক রাজস্ব $২০ বিলিয়ন ছাড়াবে, এবং ২০৩০ সালের মধ্যে তা কয়েক শত বিলিয়নে পৌঁছাবে।

সবশেষে অল্টম্যান বলেন, কোম্পানিটি আগামী আট বছরে $১.৪ ট্রিলিয়ন মূল্যের AI অবকাঠামো বিনিয়োগে অঙ্গীকারবদ্ধ-  যা আধুনিক প্রযুক্তি ইতিহাসে অন্যতম বৃহৎ বেসরকারি বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র- সামা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম