Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফোর্টনাইট ফেরাতে আদালতে এপিক গেমস

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:১৬ এএম

ফোর্টনাইট ফেরাতে আদালতে এপিক গেমস

ছবি: সংগৃহীত

জনপ্রিয় গেম ফোর্টনাইটের অ্যাপ স্টোরে প্রত্যাবর্তন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এপিক গেমস অভিযোগ করেছে, অ্যাপল যুক্তরাষ্ট্রের আদালতের আদেশ অমান্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফোর্টনাইট অ্যাপ অনুমোদন দিচ্ছে না।

যুক্তরাষ্ট্রের আদালত চলতি বছরের এপ্রিলে বাইরের পেমেন্ট লিংকের কারণে অ্যাপ প্রত্যাখ্যান না করার নির্দেশনা দেয়। কিন্তু এপিকের দাবি, তারা অ্যাপলের গাইডলাইন অনুসরণ করে ফোর্টনাইট অ্যাপ জমা দিলেও, অ্যাপল অনুমোদন না দিয়ে একটি ‘আংশিক স্থগিতাদেশ’ মামলার রায়ের জন্য অপেক্ষা করছে।

এপিক একে প্রতিশোধমূলক আচরণ বলে মন্তব্য করেছে। এছাড়া ইউরোপীয় সংস্করণেও ফোর্টনাইট আপডেট যুক্ত করার পর অ্যাপল সেটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে। অথচ পূর্বে অ্যাপল আদালত এবং এপিককে জানিয়েছিল, গাইডলাইন মেনে চললে অ্যাপ অনুমোদিত হবে।

ফলে এপিক আবারও আদালতের দারস্থ হয়ে অনুরোধ জানিয়েছে, যাতে অ্যাপলকে আদালতের নির্দেশ কার্যকর করতে বাধ্য করা হয় এবং গাইডলাইন অনুযায়ী অ্যাপ অনুমোদনে বাধা না দেয়। এ মামলার রায় অ্যাপ ইকোসিস্টেমে বড় প্রভাব ফেলতে পারে।

ফোর্টনাইট গেম যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম