Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফোনের ডিলিট হওয়া ছবি ফিরে পাবেন যেভাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম

ফোনের ডিলিট হওয়া ছবি ফিরে পাবেন যেভাবে

ডিলিট করা ছবি যেভাবে পুনরুদ্ধার করবেন। সংগৃহীত ছবি

স্মার্টফোনে নানা মুহূর্তের ছবি অনেকেই তুলে রাখি। স্মৃতি জমা করি। কিন্তু অনেক সময় এসব অসতর্কতার কারণে ডিলিট হয়ে যায়। কখনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইচ্ছাকৃতভাবে ডিলিট করা যেকোনো ছবি। তবে চাইলেই স্মার্টফোন থেকে মুছে ফেলা ছবি উদ্ধার করা যায়।

আপনার ফোনের গুগল ফটোস অ্যাপে ব্যাকআপ অপশনটি চালু থাকলে ডিলিট হওয়া ছবি খুব সহজেই ফিরে পেতে পারেন। স্মার্টফোন থেকে মুছে ফেলা ছবি উদ্ধারের পদ্ধতি দেখে নেয়া যাক। 

সম্প্রতি মুছে ফেলা ডাটা: অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনে আপনার গ্যালারি অ্যাপ খুলুন। নিচের দিকে স্ক্রল করে ‘Recently Deleted’ বা ‘সম্প্রতি মুছে ফেলা’ অ্যালবামটি খুঁজুন। এখানে আপনি গত ৩০ দিনের মধ্যে ডিলিট করা ছবি দেখতে পাবেন এবং ‘পুনরুদ্ধার করুন’ ক্লিক করলে ফাইলগুলো গ্যালারিতে ফিরে আসবে।

গুগল ফটোস অ্যাপের মাধ্যমে: গুগল ফটোস অ্যাপটি ওপেন করে লাইব্রেরি অপশনে ক্লিক করুন। এরপর ট্রাশ ফোল্ডার অপশনে ক্লিক করলেই ডিলিট হওয়া ছবিগুলো দেখতে পাবেন। যে ছবিগুলো ফিরে পেতে চান সেগুলো নির্বাচন করে ‘রিস্টোর’ অপশনে ক্লিক করলেই আপনার ছবিগুলো আবার ফোনের গ্যালারিতে ফিরে পাবেন।

গুগল প্লে স্টোর: এই পদ্ধতিতে ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব। এরজন্য গুগল প্লে স্টোর থেকে একটি ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করতে হবে। অনেক ধরনের ফটো রিকভারি অ্যাপ আছে প্লে স্টোরে। সব অ্যাপ আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে না। তাই যেসব অ্যাপের ডাউনলোড বেশি, তেমন একটি অ্যাপ ডাউনলোড করুন। যেমন DiskDigger, EaseUS MobiSaver, বা Dr.Fone এর মতো ফাইল রিকভারি অ্যাপ ডাউনলোড করতে পারেন।

ইন্সটল করা অ্যাপের মাধ্যমে রিকভারি ধাপগুলো অনুসরণ করে খুব সহজে আপনার ডিলিট হওয়া ছবি ফিরে পেতে পারেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম