স্প্যাম ইমেইলে বিরক্ত? জিমেইলের নতুন ফিচারেই মিলবে সমাধান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম
জিমেইলের নতুন ফিচার ব্যবহার করে ৮০ শতাংশ স্প্যাম কমিয়ে ফেলা সম্ভব। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইমেইল ব্যবহারকারীদের জন্য স্প্যাম এখন নিত্যদিনের ঝামেলা। বিশেষ করে যারা প্রতিদিন বিপুল পরিমাণ ইমেইল সামলান, তাদের ইনবক্সে অনাকাঙ্ক্ষিত বার্তার ঢল আরও বেশি। এক প্রযুক্তি সাংবাদিক জানিয়েছেন, জিমেইলের একটি নতুন ফিচার ব্যবহার করে তিনি ইনবক্সে থাকা প্রায় ৮০ শতাংশ স্প্যাম এক ঝটকায় কমিয়ে ফেলেছেন।
‘ম্যানেজ সাবস্ক্রিপশনস’ নামের এই টুলটি ইতোমধ্যে বৈশ্বিকভাবে ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। এটি আগের চেয়ে আরও সহজ ও দ্রুত উপায়ে এক জায়গা থেকে সব সাবস্ক্রিপশন ইমেইল বাতিল করার সুবিধা দিচ্ছে।
সব সাবস্ক্রিপশন এক জায়গায়
- আগে জিমেইলে কোনো বাল্ক ইমেইল খুললে দেখা যেত আনসাবস্ক্রাইব বাটন, যা ব্যবহারকারীকে অন্য ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রিপশন বাতিলের ঝামেলা থেকে বাঁচাত।
- এবার সেই সুবিধাতেই নতুন উন্নতি এনেছে গুগল।
- ম্যানেজ সাবস্ক্রিপশনস মেনুতে জিমেইল নিজেই আপনার সব সাবস্ক্রিপশন ইমেইলের উৎস শনাক্ত করে এক তালিকায় দেখাবে। সেখান থেকে এক ক্লিকেই যেকোনো প্রেরকের ইমেইল বন্ধ করা যাবে।
কেন এত মানুষ অবাঞ্ছিত মেইল পান?
প্রযুক্তি সাংবাদিকের মতে, অনেক ব্যবহারকারী জানতেই পারেন না যে তারা বিভিন্ন মেইলিং লিস্ট–এ যুক্ত হয়ে গেছেন। অনেক প্রতিষ্ঠান যথাযথ সম্মতি ছাড়া ইমেইল ঠিকানাকে বিভিন্ন প্রোমোশনাল তালিকায় যুক্ত করে দেয়। ফলে প্রতিদিনই আসে অফার, বিজ্ঞাপন কিংবা অপ্রাসঙ্গিক বার্তা।
বিশেষ করে যারা সাংবাদিকতা বা গণমাধ্যমে যুক্ত—তাদের ইনবক্সে এই সমস্যা আরও গুরুতর। সংশ্লিষ্ট সাংবাদিক জানিয়েছেন, তিনি প্রতিদিন বিপুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত পিআর ইমেইল পেতেন। নতুন এই ফিচার তার ইনবক্স অনেকটাই পরিষ্কার করে দিয়েছে।
কীভাবে ব্যবহার করবেন ‘ম্যানেজ সাবস্ক্রিপশনস’
- স্ক্রিনের ওপরে থাকা তিন দাগের মেনু ট্যাপ করুন।
- সাইডবার স্ক্রল করে ম্যানেজ সাবস্ক্রিপশনস–এ ট্যাপ করুন।
- তালিকা থেকে যেকোনো ইমেইল উৎস নির্বাচন করে খামের ওপর থাকা মাইনাস আইকনে চাপুন।
- পপ–আপে আনসাবস্ক্রাইব ট্যাপ করে নিশ্চিত করুন।
জিমেইলের ওয়েব সংস্করণে
- সাইডবার থেকে মোর–এ ক্লিক করুন।
- ম্যানেজ সাবস্ক্রিপশনস নির্বাচন করুন।
- যেই প্রেরকের বার্তা আর পেতে চান না, তার পাশে থাকা আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।
গুগলের দুই গুরুত্বপূর্ণ নির্দেশনা
১. সবার কাছে ফিচারটি এখনো পৌঁছেনি
গুগল জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে রোল–আউট হচ্ছে। তাই কারও কাছে এটি এখনই নাও দেখা যেতে পারে। এক–দুই সপ্তাহ পর আবার চেক করতে এবং অ্যাপ আপডেট রাখতে বলা হয়েছে।
২. আনসাবস্ক্রাইব করলেই মেইল বন্ধ হয় না
আনসাবস্ক্রাইব করার পরও কিছুদিন ইমেইল আসতেই পারে। কারণ প্রেরক প্রতিষ্ঠানগুলো অনুরোধটি প্রক্রিয়া করতে সময় নেয়। এই টুল সরাসরি মেইল ব্লক করে না—শুধু আপনার ঠিকানাকে তাদের সাবস্ক্রিপশন তালিকা থেকে সরিয়ে দেয়।

