Logo
Logo
×

আইটি বিশ্ব

যে কারণে রোলেক্স ঘড়ির দাম আকাশছোঁয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ০৯:০২ এএম

যে কারণে রোলেক্স ঘড়ির দাম আকাশছোঁয়া

হাতঘড়ি যারা ব্যবহার করেন, তাদের পছন্দ তালিকার শীর্ষে রয়েছে রোলেক্স কোম্পানির ঘড়ি। এ ঘড়ি দুনিয়ার সবচেয়ে দামি ঘড়ির একটি।

ভিনটেজ রোলেক্স ঘড়ির একটির দাম প্রায় ১৫ কোটি টাকা। রোলেক্স সাবমেরিনার মডেলের সবচেয়ে কম দামে যে ঘড়িটি পাওয়া যায়, তার দামও ৫ হাজার ডলার বা চার লাখ ২৫ হাজার টাকা।

রোলেক্স কোম্পানির ঘড়ির এতবেশি দাম হওয়ার কারণ হলো- এই ঘড়ি বানাতে সময় লাগে এক বছর।

প্রতিটি ঘড়ির ওপর নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরেই একটি ঘড়ি বাজারে ছাড়া হয়। আর বিক্রি হয়ে যাওয়ার পর রোলেক্স বেশ লম্বা সময় ধরে ব্যবহারকারীদের ভালো সার্ভিস দিয়ে থাকে।

 

রোলেক্স ঘড়ি হাতে পরলে খুলে যাবে কিনা তা বিক্রির আগে পরীক্ষা করা হয় অসংখ্যবার।নির্মাতারা জানান, একটি রোলেক্স ঘড়ি পাঁচ থেকে ৩০ বছর পর্যন্ত  ব্যবহার করা যায় অনায়াসে। আর যদি খুব যত্নসহকারে ব্যবহার করা হয়, তবে ১০০ বছরেও এ ঘড়ির কিছুই হবে না।

রোলেক্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম