Logo
Logo
×

আইটি বিশ্ব

এবার ফেসবুকে যুক্ত হলো চাকমা ভাষা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ০৫:১৮ এএম

এবার ফেসবুকে যুক্ত হলো চাকমা ভাষা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার বাংলাদেশি ভাষা হিসেবে বাংলার পাশাপাশি চাকমা ভাষা যুক্ত করা হলো।  

ফেসবুকে চাকমা যুক্ত করতে দীর্ঘদিন থেকে কাজ করেছেন জ্যোতি চাকমা। বছরখানেক আগে ফেসবুককে নিজেদের ভাষা যুক্ত করতে অনুরোধ করে লিখিত আবেদন করেন তিনি। এরপর চাকমা ভাষাকে যুক্ত করে ফেসবুক কর্তৃপক্ষ। 

বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে অন্তত ১০ থেকে ১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে।

ফেসবুকে চাকমা যোগ হওয়ায় এখন থেকে চাকমা ভাষায় পোস্ট, মন্তব্য করা যাবে। 

এ ক্ষেত্রে ফেসবুক সেটিংসে চাকমা ভাষা সেট করে নিতে হবে। সেটিংস অপশনে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন’ অপশনে এটি পাওয়া যাবে।

ফেসবুক চাকমা ভাষা যুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম