|
ফলো করুন |
|
|---|---|
মহামারী করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের অনেক ব্যবসায়ী ও উদ্যোক্তা। এই সংকটপূর্ণ অবস্থায় তাদের সহযোগিতা করতে আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ ২৬ এপ্রিল থেকে ‘দারাজ-সেলার মৈত্রী’ কার্যক্রম শুরু করেছে।
‘দেশের স্বার্থে, দেশের পাশে’- এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ কার্যক্রমের মূল লক্ষ্য হল সেলারদের জন্য যে কোনো জায়গায় বসে ব্যবসা সহজতর করা এবং সমগ্র বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উপার্জনে সহায়তা করা।
দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রামে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেলাররা যে সব সুবিধা পাচ্ছেন- ০% কমিশন রেটে অনলাইনে ব্যবসা করার সুযোগ, সারা দেশে ডেলিভারি, ফ্রি ইকমার্স ট্রেনিং, ইনভেন্টরি রাখার সুবিধা, ব্যবসা বৃদ্ধির বিভিন্ন প্রমোশনাল ফিচার, এক্সপ্রেস সাইনআপ এবং দ্রুততর পেমেন্ট প্রসেসিং।
দারাজের প্ল্যাটফর্মে বিক্রেতাদের ব্যবসার ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং নতুন বিক্রেতাদের সাইনআপ করিয়ে তাদের স্বচ্ছন্দে ব্যবসা চালাতে সাহায্য করার জন্যই দেশজুড়ে এই সেলার সাপোর্ট শুরু করছে প্রতিষ্ঠানটি।
