Logo
Logo
×

আইটি বিশ্ব

ঘরে বসেই ওয়াসার বিল পরিশোধ করা যাবে বিকাশে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০, ০৪:০৪ পিএম

ঘরে বসেই ওয়াসার বিল পরিশোধ করা যাবে বিকাশে

ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার বিল এখন খুব সহজেই বিকাশে পরিশোধ করা যাবে। ফলে করোনাভাইরাসের বিস্তার রোধের এই সময়ে গ্রাহক কোথাও না গিয়ে ঘরে বসেই যে কোনো সময় নিজের এবং অন্যের পানির বিল পরিশোধ করতে পারবেন।

ঢাকা ওয়াসার ৩ লাখ ৮০ হাজার এবং চট্টগ্রাম ওয়াসার প্রায় ৭২ হাজার গ্রাহক কোনো বাড়তি চার্জ ছাড়াই চলতি মাসের বিল বা বকেয়াসহ বিল বিকাশে পরিশোধ করতে পারবেন। ফলে ব্যাংকে গিয়ে বাড়তি ঝামেলা পোহাতে হবে না। বিল পরিশোধের সঙ্গে সঙ্গে পাওয়া যাবে একটি ই-রশিদ যা ভবিষ্যতর জন্য সংরক্ষণ করতে পারবেন।

বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে-বিল অপশন থেকে পানি এবং ঢাকা ওয়াসা বা চট্টগ্রাম ওয়াসা নির্বাচন করে বিলের মাস নির্বাচন করবেন। এরপর গ্রাহক তার বিল নম্বরটি দিবেন। পরে বিকাশ পিন দিয়ে বিল পরিশোধ সম্পন্ন করবেন।

বিকাশ ওয়াসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম