Logo
Logo
×

আইটি বিশ্ব

উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রাম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০, ০৪:০৬ পিএম

উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রাম

করোনাভাইরাসের এই সঙ্কটপূর্ণ অবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সহযোগিতা করতে আলিবাবা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ ২৬ এপ্রিল থেকে শুরু করে ‘দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রাম’।

দারাজের প্ল্যাটফর্মে সমস্ত স্থানীয় খুচরা বিক্রেতাদের অনলাইন বিক্রয়ে উদ্বুদ্ধ করতে এবং তাদের ব্যবসা পুনরায় প্রতিষ্ঠিত করায় সহায়তা করতে দেশজুড়ে এই সেলার সাপোর্ট ড্রাইভ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে দারাজ ৩০ হাজারের বেশি উদ্যোক্তার পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে এবং এটি বাস্তবায়ন করতে ব্যয় করছে প্রায় দেড় কোটি টাকা।

এই কার্যক্রমটি দ্বারা স্থানীয় খুচরা বিক্রেতারা চিরাচরিত দোকান ব্যবসার বাইরে খুব অল্প সময়ের মধ্যে অনলাইন ব্যবসা শুরু করার সুযোগ এবং অর্থ উপার্জনের বৈচিত্র্যময় মাধ্যমগুলো সম্পর্কে অবগত হতে পারবেন।

করোনা দারাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম