Logo
Logo
×

আইটি বিশ্ব

দিনরাত্রির সাথে চুক্তিবদ্ধ হলো গিগাবাইট

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৮, ০২:৫৬ পিএম

দিনরাত্রির সাথে চুক্তিবদ্ধ হলো গিগাবাইট

উন্নত ধারার কম্পিউটিং এবং গেমিংকে দেশের সকল জেলা শহর এবং প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে দিনরাত্রি Dinratri.com এবং গিগাবাইট একত্রে কাজ করার উদ্দ্যেশ্যে সম্প্রতি একটি সমঝোতা স্বাক্ষর অনুষ্টিত হয়।
 
দেশ জুড়ে প্রায় ৫০ টি কম্পিউটার হাব থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। 

গিগাবাইটের কান্ট্রি ডিরেক্টর আনাস খান বলেন, দিনরাত্রির সাথে সমঝোতা হওয়ায় এখন দ্রুততর সময়ে দেশের যে কোন অঞ্চলের কম্পিউটার ব্যবহারকারী এবং গেমাররা তাদের কাংখিত গিগাবাইট কম্পিটার বা গেমিং সামগ্রী ঘরে বসেই দিনরাত্রি ডটকমে অর্ডার দিতে পারবে এবং অনলাইন এ ঘরে বসেই তাদের ওয়ারেন্টি সেবা গ্রহণ করতে পারবে।

দিনরাত্রি ডটকম থেকে বিক্রিত গিগাবাইট পণ্যে বিশেষ অফার থাকবে বলেও জানান তিনি।

দিনরাত্রি ডটকমের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার একটি অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় উপকরণ। 

তিনি বলেন, দেশের সকল প্রান্তে সকল প্রকার কম্পিউটার সামগ্রী সরবরাহের উদ্যেশ্যে বিশেষভাবে কাজ করছে দিনরাত্রি ডটকম। আমাদের যাত্রায় গিগাবাইটকে আমাদের পাশে পেয়ে আমরা আনন্দিত।

গিগাবাইট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম