Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিজ্ঞাপনের টাকার ভাগ পাবে ব্যবহারকারীরা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ পিএম

বিজ্ঞাপনের টাকার ভাগ পাবে ব্যবহারকারীরা

ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণের পর থেকেই নিয়মিত নানা ধরনের পরিবর্তন আনছেন। অনেক পরিবর্তন সমালোচিত হলেও অনেক পরিবর্তন কুড়িয়েছে প্রশংসাও। এরই ধারাবাহিকতায় এবার টুইটার ব্যবহারকারীদের সঙ্গে বিজ্ঞাপনের টাকা ভাগ করে নেওয়ার ঘোষণা দিলেন মাস্ক।

গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এক পোস্টে মাস্ক লিখেন, ‘আজ থেকে পোস্টদাতার সঙ্গে টুইটে দেখানো বিজ্ঞাপনগুলো থেকে আয় ভাগ করে নেবে টুইটার।’ টেকক্রাঞ্চ। টুইটে রিপ্লাইতে তিনি আরও লিখেন, ‘এই আয়ের অংশ হতে হলে ব্যবহারকারীকে টুইটারের ব্লু সাবস্ক্রাইবার হতে হবে।’ মাস্কের টুইট প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

টুইটার মাস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম