ই-জিপি থেকে অনলাইনে ঠিকাদারদের বিল পরিশোধ শুরু
সরকারের জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিতে ঠিকাদারদারদের বিল পরিশোধের ক্ষেত্রে আইবাস প্লাস প্লাস-এর ব্যবহার শুরু হলো। এর ফলে ঠিকাদাররা কোনো বিলম্ব ছাড়াই এখন থেকে অনলাইনে বিল পেয়ে যাবেন।
মঙ্গলবার প্রথমবারের মতো ই-জিপি পদ্ধতির ই-সিএমএস মডিউল ব্যবহার করে আইবাস প্লাস প্লাস সিস্টেমে সফলভাবে ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়।
সিপিটিইউ, আইবাস প্লাস প্লাস টিম, দোহাটেক ই-জিপি ইওএম টিম, নির্বাহী প্রকৌশলী, আরএইচডি নোয়াখালী এবং ঠিকাদারদের যৌথ প্রচেষ্টায় অনলাইনে বিল পরিশোধ চালু করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার ঢাকায় পরিকল্পনা কমিশনে অনলাইনে বিল পেমেন্ট চালুর সময় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। অনলাইনে ঠিকাদারদের বিল পরিশোধের বিষয়ে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান দোহাটেক-এর প্রেসিডেন্ট একেএম শামসুদ্দোহা বলেন, ‘আমরা খুব উচ্ছ্বসিত যে, ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে আর বিলম্ব হবে না।
আইবাস প্লাস প্লাস মূলত বাংলাদেশ সরকারের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থা, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন পরিশোধসহ সরকারের নানাবিধ আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন হয়ে থাকে।
ই-জিপি থেকে অনলাইনে ঠিকাদারদের বিল পরিশোধ শুরু
যুগান্তর প্রতিবেদন
১৪ জুন ২০২৩, ১৮:৩৩:৪০ | অনলাইন সংস্করণ
সরকারের জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিতে ঠিকাদারদারদের বিল পরিশোধের ক্ষেত্রে আইবাস প্লাস প্লাস-এর ব্যবহার শুরু হলো। এর ফলে ঠিকাদাররা কোনো বিলম্ব ছাড়াই এখন থেকে অনলাইনে বিল পেয়ে যাবেন।
মঙ্গলবার প্রথমবারের মতো ই-জিপি পদ্ধতির ই-সিএমএস মডিউল ব্যবহার করে আইবাস প্লাস প্লাস সিস্টেমে সফলভাবে ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়।
সিপিটিইউ, আইবাস প্লাস প্লাস টিম, দোহাটেক ই-জিপি ইওএম টিম, নির্বাহী প্রকৌশলী, আরএইচডি নোয়াখালী এবং ঠিকাদারদের যৌথ প্রচেষ্টায় অনলাইনে বিল পরিশোধ চালু করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার ঢাকায় পরিকল্পনা কমিশনে অনলাইনে বিল পেমেন্ট চালুর সময় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। অনলাইনে ঠিকাদারদের বিল পরিশোধের বিষয়ে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান দোহাটেক-এর প্রেসিডেন্ট একেএম শামসুদ্দোহা বলেন, ‘আমরা খুব উচ্ছ্বসিত যে, ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে আর বিলম্ব হবে না।
আইবাস প্লাস প্লাস মূলত বাংলাদেশ সরকারের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থা, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন পরিশোধসহ সরকারের নানাবিধ আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন হয়ে থাকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023