Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

লাল কাঠবিড়ালী রক্ষায় এআই প্রযুক্তির ব্যবহার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম

লাল কাঠবিড়ালী রক্ষায় এআই প্রযুক্তির ব্যবহার

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরতা। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন সবকিছু ছাপিয়ে এবার কাঠবিড়ালীর মতো প্রাণী রক্ষায় কাজ করবে এআই। ধূসর ও লাল রঙের কাঠবিড়ালীর মধ্যে পার্থক্য বলে দিতে পারে, এমনই এক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা উদ্ভাবন করেছেন কয়েকজন উদ্যোক্তা। বিভিন্ন প্রাণী রক্ষায় এই এআই টুল পুরোপুরি ‘গেইম চেঞ্জার’ হতে যাচ্ছে বলে দাবি তাদের।

লাল রঙের কাঠবিড়ালীর সংখ্যা কমে আসার পেছনে সবচেয়ে বেশি দায়ী ধূসর রঙের কাঠবিড়ালী। এর আংশিক কারণ হলো, এদের সংখ্যা অনেক বেশি। আর এরা এমন একটি ভাইরাস বহন করে, যা থেকে তারা নিজেরা নিরাপদ থাকলেও তা লাল রঙের কাঠবিড়ালীর জন্য তা খুবই বিপজ্জনক। 

নির্মাতা কোম্পানি ‘জেনেসিস ইঞ্জিন’-এর সহপ্রতিষ্ঠাতা এমা ম্যাকক্লেনাগান জানান, ‘স্কুইরেল এজেন্ট’ নামের এ সিস্টেমটি হাজার হাজার প্রাণীর ছবির ভিত্তিতে প্রশিক্ষিত হয়েছে। এর নির্ভুলতা ৯৭ শতাংশ।

এটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবেই কাঠবিড়ালীর খাবার ব্যবস্থা নিয়ন্ত্রণের সুযোগ মিলবে, যেখানে শুধু লাল রঙের কাঠবিড়ালীরাই খাবার গ্রহণের সুবিধা পাবে ও ধূসর রঙের কাঠবিড়ালীকে এর বদলে দেওয়া যেতে পারে গর্ভনিরোধক পেস্ট।

নির্মাতারা বলেন, এটি রিয়েল টাইমে এমন কাজও করতে পারে, যেটি প্রচলিত উপায়ে করতে গেলে যত লোক লাগবে, আমাদের কাছে তেমন বড় স্বেচ্ছাসেবী দল নেই।

এআই প্রযুক্তি লাল কাঠবিড়ালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম