Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

এক্স প্ল্যাটফর্মে ছবি তৈরির নতুন টুল ‘অরোরা’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ এএম

এক্স প্ল্যাটফর্মে ছবি তৈরির নতুন টুল ‘অরোরা’

ছবি: সংগৃহীত

এআই সহকারী গ্রক-এ ‘অরোরা’ নামের নতুন ইমেজ জেনারেটর যুক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। সম্প্রতি নতুন টুলটি অনেকে ব্যবহার করলেও পরবর্তীকালে তা কিছু ব্যবহারকারীর অ্যাপ থেকে অদৃশ্য হয়ে যায়। খবর টেকক্রাঞ্চ। 

অক্টোবরে প্রকাশিত গ্রকের প্রথম ইমেজ জেনারেটর ফ্ল্যাক্স-এর তুলনায় সম্ভবত টুলটির সীমাবদ্ধতা কমিয়ে আনা সম্ভব হয়েছে।

এক্স-এর মোবাইল অ্যাপ ও ওয়েব-এ গ্রক ট্যাবের মাধ্যমে এক্সেস করা যাবে অরোরা। টুলটি কোনো পরিচিত ব্যক্তিত্ব বা কপিরাইটযুক্ত চরিত্রের ছবি তৈরি করতে পারে; যেমন মিকি মাউস। টেকক্রাঞ্চের সংক্ষিপ্ত পরীক্ষায় মডেলটি নগ্নতা থেকে দূরে থাকলেও গ্রাফিক কনটেন্ট যেমন ‘রক্তাক্ত ডোনাল্ড ট্রাম্পের ছবি’ তৈরিতে টুলটি পিছপা হয়নি বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। অরোরার তৈরি ছবি কিছুটা অস্পষ্ট। 

তবে, অরোরা ল্যান্ডস্কেপ ও ‘স্টিল লাইফ’ ছবিসহ ফটোরিয়ালিস্টিক ইমেজের বেলায় পারদর্শী। এর কিছু ত্রুটিও আছে, অনেক এক্স ব্যবহারকারী অরোরার তৈরি ছবি পোস্ট করেছেন, যা দেখায় বিভিন্ন বস্তু অদ্ভুতভাবে একত্রে মেশানো হয়েছে এবং আঙুল ছাড়া মানুষও দেখা গেছে।

সব ব্যবহারকারীর জন্য গ্রক বিনামূল্যে করার পরপরই অরোরা প্রকাশ পেল। এর আগে চ্যাটবট ব্যবহারের জন্য প্রতি মাসে ৮ ডলার দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হতো।

এখন বিনামূল্যে ব্যবহারকারীরা প্রতি ২ ঘণ্টায় গ্রক-এ ১০টি মেসেজ ও প্রতিদিন তিনটি পর্যন্ত ছবি তৈরি করতে পারবেন।

এক্স অরোরা টুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম