Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

নতুন বছরে গেমিং খাতে আসতে পারে যেসব পরিবর্তন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ এএম

নতুন বছরে গেমিং খাতে আসতে পারে যেসব পরিবর্তন

ছবি: সংগৃহীত

সদ্য বিদায়ি বছর বেশ চ্যালেঞ্জিং ছিল এ খাতের জন্য। যেখানে বহু গেম স্টুডিও বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার কর্মী ছাঁটাই হয়েছে। তবে ২০২৫ সাল নিয়ে গেমিং মহলে কিছু আশাবাদী আলোচনা চলছে। বিশেষ করে তিনটি বড় ঘটনাকে কেন্দ্র করে গেমিং দুনিয়ায় বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। 

প্রথমেই রয়েছে গ্র্যান্ড থেফট অটো ৬ (ঞেঅ ৬)। ১২ বছর পর মুক্তি পেতে যাচ্ছে এ বিখ্যাত গেমটির নতুন সংস্করণ। ট্রেইলারটি ইতোমধ্যে রেকর্ড ভেঙে ফেলেছে, এবং গেমের জন্য গেমারদের প্রত্যাশা সীমাহীন। যদিও মুক্তির তারিখ কয়েকবার পেছানো হয়েছে, এবার গেমটি মুক্তির দোরগোড়ায়। 

২০২৫ সালের গ্রীষ্মে এটি মুক্তি পেতে পারে, যা গেমিং বিশ্বের অন্যতম বড় রিলিজ হিসাবে দেখা হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে নিনটেন্ডোর নতুন কনসোল। যদিও আনুষ্ঠানিক নাম প্রকাশ হয়নি, তবে এটি নিনটেন্ডো সুইচ ২ নামে পরিচিত হচ্ছে। 

২০১৭ সালে প্রকাশিত সুইচ কনসোলের পর এটি আরও শক্তিশালী হয়ে আসবে, তবে বেশির ভাগ গেম পুরোনো সুইচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। এটি গেমারদের জন্য নতুন অভিজ্ঞতা আনতে পারে, যদিও গেমিং বিশ্বে কিছু পরিবর্তন হতে পারে।

তৃতীয়ত ইস্পোর্টস অলিম্পিক্স। ২০২৫ সালে সৌদি আরবের রিয়াদ শহরে প্রথমবারের মতো ইস্পোর্টস অলিম্পিক্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং সৌদি আরবের মধ্যে ১২ বছরের চুক্তি হয়েছে এ ইভেন্টটি আয়োজনের জন্য। 

যদিও কিছু বিতর্ক রয়েছে, যেমন সৌদি আরবের মানবাধিকার রেকর্ড এবং ‘স্পোর্টস ওয়াশিং’ ধারণা, তবে এটি গেমিং ইন্ডাস্ট্রির জন্য একটি বড় মুহূর্ত হতে পারে।

এ তিনটি বড় ইভেন্ট গেমিং বিশ্বের ভবিষ্যৎকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ২০২৫ সাল তাই গেমারদের জন্য একটি উত্তেজনাপূর্ণ বছর হতে যাচ্ছে।

গেমিং খাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম