Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ভুয়া ছবি শনাক্ত করবে হোয়াটসঅ্যাপ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:১২ এএম

ভুয়া ছবি শনাক্ত করবে হোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপের সঙ্গে চ্যাটজিপিটি যুক্ত হওয়ার পর থেকেই আলোচনা। মেটা জানিয়েছিল তারা ব্যবহারকারীদের কথা ভেবে বেশকিছু পরিবর্তন আনবে। সেই ধারাবাহিকতায় একটি নতুন ফিচার নিয়ে আসছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে ভুয়া ছবি শনাক্ত করতে পারবে এবং সেগুলোর আসল উৎস সম্পর্কেও জানতে পারবে।

যেভাবে ব্যবহার করা যাবে এই ফিচার

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপের চ্যাট স্ক্রিনের ওপরের ডান কোণে একটি নতুন থ্রি-ডট মেনু অপশন দেখা যাবে। ব্যবহারকারী কোনো ছবির ওপর ক্লিক করলে সেখানেসার্চ অন দ্য ওয়েবঅপশনটি দেখতে পাবে। সেই অপশনে ক্লিক করলে ব্যবহারকারী গুগলের মাধ্যমে ছবির আসল উৎসের ডেটাবেইসে প্রবেশ করতে পারবে। তখন ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে।

এর ফলে পরিচিত কারও পাঠানো ছবি নিয়ে কোনো সন্দেহ বা দ্বিধা তৈরি হলে সহজে সেই ছবির আসল উৎস বা প্রকৃত তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হওয়া যাবে।

নতুন এই আপডেট ব্যবহারকারীদের নিরাপত্তা এবং বিশ্বস্ত তথ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছবি ছড়ানোর বিরুদ্ধে কার্যকর একটি পদক্ষেপ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

হোয়াটসঅ্যাপ ফেক নিউজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম