Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বৈদ্যুতিক যানবাহনে নতুন যুগের সূচনা

সুপারচার্জিং ব্যাটারিতে মাত্র ৫ মিনিটের চার্জ, গাড়ি ছুটবে ৫৬৩ কিমি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পিএম

সুপারচার্জিং ব্যাটারিতে মাত্র ৫ মিনিটের চার্জ, গাড়ি ছুটবে ৫৬৩ কিমি

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতা কন্টেম্পরারি এমপারেক্স টেকনোলোজি লিমিটেড (CATL) বৈদ্যুতিক যানবাহনের জন্য নতুন যুগের সূচনা করল। উন্মোচন করেছে ‘শেনজিং’ নামের একটি সুপারচার্জিং ব্যাটারি, যা মাত্র ৫ মিনিটের চার্জে ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। 

পূর্ণ চার্জে এ ব্যাটারি গাড়িকে ৮০০ কিমি. পর্যন্ত চালাতে পারবে, যা বৈদ্যুতিক গাড়ির পারফরম্যান্সে এক বিশাল মাইলফলক। 

সাংহাইয়ে এক জমকালো আয়োজনে সিএটিএলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গাও হুয়ান বলেন, ‘পারফরম্যান্সের সীমা ভেঙে আমরা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করছি। আমাদের লক্ষ্য শেনজিংকে বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন মানদণ্ডে পরিণত করা।’ 

প্রতিদ্বন্দ্বী বিওয়াইডির নতুন ব্যাটারির চেয়ে ৭০ মাইল বেশি দূরত্ব নিশ্চিত করে শেনজিং ইতোমধ্যেই বাজারে আলোড়ন তুলেছে। শুধু তাই নয়, মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের মতো চরম ঠান্ডায়ও এ ব্যাটারি মাত্র ১৫ মিনিটে ৮০ শতাংশ চার্জ নিতে পারে।

বৈদ্যুতিক গাড়ি সুপারচার্জিং ব্যাটারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম