Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে বয়সের কারচুপি ধরিয়ে দেবে এআই

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম

ইনস্টাগ্রামে বয়সের কারচুপি ধরিয়ে দেবে এআই

ছবি: সংগৃহীত

৭ থেকে ৭০—এখন সবার হাতেই স্মার্টফোন। খুদেরাও সুযোগ পেলেই সামাজিক মাধ্যমে নজর রাখতে চায়। তবে অনেকেই আবার ১৮ পেরোনোর আগেই বয়স বাড়িয়ে ইনস্টাগ্রাম ও ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বসে। এ সমস্যা সমাধানে এবার ইনস্টাগ্রামের হাতিয়ার এআই। ঘটনা প্যাঁচ খাইছে—এও কি সম্ভব?

ফেসবুক ও ইনস্টাগ্রাম খুললেই চোখ পড়ে বিভিন্নরকম ছবি ও ভিডিওতে, যা শিশুমনে অন্যরকম প্রভাব ফেলতে পারে। সে কারণেই সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বয়সের একটা সীমারেখা আছে। ফলে বয়স ভুল দিয়ে অনেকেই অ্যাকাউন্ট খুলে থাকে।

আর এ সমস্যার সমাধানে আগেই একটা ফিচার এনেছিল ইনস্টাগ্রাম। অ্যাকাউন্ট খোলার আগে প্রমাণ হিসেবে দিতে হচ্ছিল বয়সের নথি। বয়স ১৬ বছরের কম হলে অ্যাকাউন্টের রাশ চলে যায় অভিভাবকদের হাতে। এ ছাড়া কিছু বিধিনিষেধের মধ্যেই অ্যাপ ব্যবহার করে হয় অপ্রাপ্তবয়স্কদের।

কিন্তু ইতোমধ্যে যারা ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, তাদের কী হবে? এ রকম যাদের মিথ্যা তথ্য দিয়ে অ্যাকাউন্ড খোলা হয়েছে, তাদের এআই বেছে নেবে কোন অ্যাকাউন্টগুলোতে ভুল বয়স দেওয়া হয়েছে। সেগুলো নিজে থেকেই ‘টিন’ অ্যাকাউন্ট হয়ে যাবে। অর্থাৎ অ্যাকাউন্টটির সেটিংস হয়ে যাবে অন্যরকম। অ্যাক্সেস চলে যাবে অভিভাবকদের কাছেও—এমনটাই সংস্থা সূত্রে খবর।

ইনস্টাগ্রাম বয়স এআই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম