Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপে চমকপ্রদ নতুন ফিচার, স্ক্রিনশট থেকে খোঁজ মিলবে লোকেশনের

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০২:১৪ পিএম

গুগল ম্যাপে চমকপ্রদ নতুন ফিচার, স্ক্রিনশট থেকে খোঁজ মিলবে লোকেশনের

ছবি: সংগৃহীত

গুগল ম্যাপ ব্যবহার না করে আজকের দিনে কোথাও যাওয়া যেন প্রায় অসম্ভব। রাস্তা চিনতে, ট্রাফিক জানতেও এ অ্যাপটি আমাদের প্রতিদিনের সঙ্গী। এবার আরও চমকপ্রদ এক ফিচার যুক্ত হয়েছে এতে। স্ক্রিনশট থেকে সরাসরি লোকেশন খুঁজে পাওয়ার সুবিধা!

ধরুন, ফেসবুক বা ইনস্টাগ্রামে ঘাঁটতে ঘাঁটতে একটি রেস্টুরেন্ট বা সুন্দর কোনো জায়গার ছবি দেখলেন। জায়গাটির নাম ঠিক বুঝতে পারলেন না, তাই স্ক্রিনশট নিয়ে রাখলেন পরে খুঁজবেন বলে। এখন আর খুঁজতে হবে না। গুগল ম্যাপ নিজেই সেই স্ক্রিনশট বিশ্লেষণ করে লোকেশন বের করে দেবে।

এ কাজটি সম্ভব হয়েছে গুগলের এআই প্রযুক্তি ‘জেমিনি’-র কারণে। স্ক্রিনশটের মধ্যে থাকা টেক্সট বা ভিজ্যুয়াল ইনফরমেশন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গুগল ম্যাপ শনাক্ত করতে পারবে আপনি কোন জায়গার কথা জানতে চাচ্ছেন। এরপর আপনাকে জানাবে সে জায়গাটি সংরক্ষণ করতে চান কি না। আপনি অনুমতি দিলেই তা সেভ হয়ে যাবে আপনার গুগল ম্যাপ লিস্টে।

এ ফিচার ব্যবহারের জন্য আইফোনে ইনস্টল করা গুগল ম্যাপ অ্যাপটি আপডেট করে নিতে হবে। এরপর ‘You’ ট্যাবে গিয়ে ‘Screenshots’ নামে একটি নতুন প্রাইভেট লিস্ট দেখতে পাবেন। সেখানে প্রবেশ করলেই একটি ডেমো দেখিয়ে দেবে কীভাবে কাজ করবে এ ফিচারটি। ব্যবহারকারীকে চিন্তা না করেই জায়গা খোঁজার সুবিধা এনে দিয়েছে এ ফিচার। ডিজিটাল যুগে তথ্য পাওয়ার এ স্বাচ্ছন্দ্য গুগল ম্যাপকে আরও এক ধাপ এগিয়ে দিল।

গুগল ম্যাপ নতুন ফিচার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম