Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্রিপ্টো শাসনের পথে যুক্তরাষ্ট্র

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৯:৪৪ এএম

ক্রিপ্টো শাসনের পথে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আবারও শিরোনামে। যুক্তরাষ্ট্রের সিনেটে এক গুরুত্বপূর্ণ ক্রিপ্টো বিল নিয়ে আসন্ন আলোচনার খবরে বিটকয়েনের দাম চূড়ার কাছাকাছি পৌঁছেছে। 

সোমবার ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, বিটকয়েনের মূল্য এক লাখ আট হাজার সাতশ ৮৬ ডলারের রেকর্ডের দোরগোড়ায়। বাজার পর্যবেক্ষকদের মতে, এ সপ্তাহেই মার্কিন কংগ্রেসে আলোচনায় উঠতে পারে ‘স্টেবলকয়েন’ সংক্রান্ত একটি আইন প্রস্তাব, যা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এ নির্ধারিত-মূল্যের ক্রিপ্টোমুদ্রাগুলোর জন্য নিয়মনীতি নির্ধারণ করতে পারে। 

স্টেবলকয়েন, যেমন- টিথার ও ইউএসডি কয়েন, মূলত ডলারের সঙ্গে যুক্ত থেকে কম ওঠানামায় স্থিতিশীল থাকে। এগুলোর জন্য সুনির্দিষ্ট বিধান যুক্তরাষ্ট্রে এক বৈপ্লবিক পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। বর্তমানে বিটকয়েনের দাম স্থির হয়ে রয়েছে প্রায় এক লাখ তিন হাজার ডলারে। 

গত দুই সপ্তাহ ধরেই এর ধারাবাহিক উত্থান চলছে। বিশেষজ্ঞদের একাংশ বলছে, ক্রিপ্টোতে বিনিয়োগ বাড়ছে কারণ, যুক্তরাষ্ট্রে আবার মুদ্রাস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আমদানি পণ্যে শুল্ক নিয়ে নতুন আলোচনার প্রেক্ষাপটে। তবে সিনেটর এলিজাবেথ ওয়ারেনসহ অনেক ডেমোক্ট্যাট এ বিলের বিরোধিতা করছেন। 

তারা বলছেন, প্রস্তাবিত খসড়া ‘ট্রাম্প পরিবারের দুর্নীতিপূর্ণ ক্রিপ্টো কর্মকাণ্ড’ ঠেকাতে কার্যকর কিছু করছে না। এ অবস্থায়ও বিনিয়োগ ব্যাংক জেপি মরগান বলছে, সোনা নয়, এখন ভবিষ্যতের সম্পদ হচ্ছে বিটকয়েন। তাদের বিশ্লেষণে উঠে এসেছে এ বছরেই বিটকয়েন সোনার মূল্যকেও ছাড়িয়ে যেতে পারে। ডিজিটাল গোল্ডে নতুন যুগের সূচনার বার্তা দিচ্ছে এ উত্থান। এখন শুধু চোখ সিনেটের দিকে।

ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম