সদস্যদের আচরণ নিয়ন্ত্রণে ফেসবুক গ্রুপে রুলস সেট করবেন যেভাবে
আইটি ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৯:২৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ডিজিটাল যুগে ফেসবুক গ্রুপ শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি একটি শক্তিশালী
কমিউনিটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। ব্যক্তিগত, পেশাগত কিংবা আগ্রহভিত্তিক-সব ধরনের গ্রুপই
আজ তথ্য বিনিময়, মতামত প্রকাশ ও সহযোগিতার জায়গা তৈরি করছে। তবে একটি গ্রুপকে সক্রিয়
ও ইতিবাচক রাখতে নির্দিষ্ট নিয়ম-কানুন থাকা জরুরি।
গ্রুপের সদস্যরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করেন, অপ্রাসঙ্গিক
বা আপত্তিকর কনটেন্ট পোস্ট না করেন এবং একটি নিরাপদ পরিবেশ বজায় থাকে, সে জন্য নিয়ম
প্রণয়ন অপরিহার্য। এসব নিয়ম শুধু সদস্যদের আচরণ নিয়ন্ত্রণেই সাহায্য করে না, বরং অ্যাডমিনদেরও
সুশৃঙ্খলভাবে গ্রুপ পরিচালনায় সহায়তা করে।
ফেসবুকে গ্রুপ রুলস সেট করতে হলে অ্যাডমিন হিসাবে নিচের ধাপগুলো অনুসরণ
করতে হবে-
ফেসবুক অ্যাপে গিয়ে ‘Groups’ মেনু থেকে কাঙ্ক্ষিত গ্রুপ নির্বাচন করুন।
এরপর ‘Manage' > 'See All Tools' > 'Group Rules’ অপশনটি খুঁজে বের করুন। এখানে
ফেসবুকের প্রস্তাবিত নিয়মগুলো এডিট করা যায়, কিংবা নিজেই নতুন নিয়ম তৈরি করে যুক্ত
করা যায়।
প্রতিটি নিয়মে সংক্ষিপ্ত সারাংশ এবং প্রয়োজনে বিস্তারিত ব্যাখ্যা যুক্ত করুন। একাধিক নিয়ম তৈরি করে শেষে ‘Review' ও 'Publish’ বাটনে ট্যাপ করলেই নিয়মগুলো কার্যকর হবে।
একটি সুগঠিত নিয়মাবলি শুধু গ্রুপকে নিরাপদ রাখে না, বরং দীর্ঘমেয়াদে
তার কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। তাই সময় নিয়ে নিয়ম নির্ধারণ করা একটি বুদ্ধিমানের
কাজ।
