Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

নিরাপত্তা ইস্যুতে মেটার নতুন সিদ্ধান্ত, অনেক ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:০০ এএম

নিরাপত্তা ইস্যুতে মেটার নতুন সিদ্ধান্ত, অনেক ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল মেটা। ১ জুন থেকে অনেক স্মার্টফোন ব্যবহারকারীর জন্য বন্ধ হয়ে গেল প্রতিষ্ঠানটির মালিকানাধীন জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ। 

নতুন নীতিমালা অনুযায়ী, আইওএস ১৫.১ এবং অ্যান্ড্রয়েড ৫.১-এর আগের সংস্করণ চালিত ডিভাইসে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। এর ফলে আইফোন ৫, ৬, ৬ প্লাস, ৬এস, এসই (প্রথম প্রজন্ম), স্যামসাং গ্যালাক্সি এস৪, নোট ৩, মটো জি (প্রথম প্রজন্ম), এলজি জি২, সনি এক্সপেরিয়া জেড১ ও হুয়াওয়ে পি৬-এর মতো একাধিক জনপ্রিয় মডেলের ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা থেকে বঞ্চিত হবেন। 

মেটা জানিয়েছে, ডিভাইসের সফটওয়্যার হালনাগাদ না থাকলে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। তাই পুরোনো ফোনে এ পরিষেবা বন্ধ করা হয়েছে। 

তবে যাদের ফোনে এখনো হালনাগাদ করার সুযোগ রয়েছে, তারা আইওএস ১৫.৮.৪ বা অ্যান্ড্রয়েড ৫.১ পর্যন্ত হালনাগাদ করে কিছুদিন হোয়াটসঅ্যাপ চালু রাখতে পারবেন। 

বিশেষজ্ঞদের মতে, এটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ, যত পুরোনো ফোন, তত বেশি সাইবার ঝুঁকি। তবে অনেক ব্যবহারকারীকে এখন বাধ্য হয়ে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবতে হতে পারে। এ নীতিমালা বিশ্বব্যাপী কার্যকর হয়েছে। ফলে বাংলাদেশের বহু গ্রাহকও এর আওতায় পড়েছেন। তাই হোয়াটসঅ্যাপ সচল রাখতে এখনই দেখে নিন আপনার ফোনটি কি এই তালিকায় রয়েছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম