Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মেসেজিংয়ে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০২:২৮ পিএম

মেসেজিংয়ে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ফাইল ছবি

এখন অনেকটা এমন হয়ে গেছে—সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাবার আগে হোয়াটসঅ্যাপ চেক করা চাইই চাই। মাঝের সময়েও মেসেজিং অ্যাপটাতে থাকে বাড়তি নজর। তবে কাজ করতে গিয়ে অনেক ক্ষেত্রে মেসেজের একটা অংশ বা একটা শব্দ কপি করার প্রয়োজন পড়ে। সেখানে সমস্যায় পড়তে হয়ে। সেই সমস্যার সমাধান আসতে যাচ্ছে।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপটিকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলা তাদের লক্ষ্য। সে কারণে নিয়মিত নানা পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। সন্তোষজনক ফল পেলেই অ্যাপে যুক্ত হয় নতুন ফিচার। 

তারই ধারাবাহিকতায় এবার আসছে আরেকটি ফিচার। এতে এবার লম্বা মেসেজের কিছু অংশ বা প্রয়োজনে একটি শব্দ কপি-পেস্ট করা যাবে। সেটা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাপ, চ্যানেলসহ ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা অনেক উপকৃত হবে বলেই মনে করছে সংস্থা।

জানা গেছে, মেসেজের ওপর ট্যাপ করে তা ধরে রাখতে (ট্যাপ অ্যান্ড হোল্ড) হবে। এরপর যে অংশটুকু কপি করতে চান, শুধু সেটুকু সিলেক্ট করতে হবে। এরপর মিলবে কপি অপশন। তাতেই ঝামেলা শেষ। ইতোমধ্যে আইওএস ব্যবহারকারীরা এ ফিচারের সুবিধা পাচ্ছেন বলে জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম