Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

তরুণদের জন্য মাইক্রোসফট সিইও সত্য নাদেলার যুগান্তকারী কিছু পরামর্শ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:২৩ এএম

তরুণদের জন্য মাইক্রোসফট সিইও সত্য নাদেলার যুগান্তকারী কিছু পরামর্শ

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিদিন বদলে দিচ্ছে সফটওয়্যার উন্নয়নের ধরন। কোড লেখা এখন আগের চেয়ে সহজ, দ্রুত এবং স্বয়ংক্রিয়। কিন্তু এই এআইচালিত বাস্তবতায়ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মৌলিক দক্ষতার প্রয়োজনীয়তা একটুও কমেনি-এমনটাই মনে করেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা।

সম্প্রতি প্রখ্যাত টেক ইউটিউবার সাজ্জাদ খানের সঙ্গে এক আলোচনায় নাদেলা বলেন, ‘কম্পিউটেশনাল চিন্তাভাবনা ও সিস্টেম ডিজাইনের দক্ষতা এখনো অপরিহার্য। কোড লেখা হয়তো এআই করে দিতে পারে, কিন্তু কাঠামোগত চিন্তা ও সমস্যার সমাধানের দায়িত্ব এখনো মানুষেরই।’

তরুণদের জন্য তার পরামর্শ, সফটওয়্যার আর্কিটেক্টদের মতো চিন্তা করা শিখুন। কারণ ভবিষ্যতের কোডিং শুধু কোড লেখার নাম নয়, বরং সমস্যা বুঝে গঠনমূলক সমাধান তৈরির দক্ষতা অর্জনের নাম। মাইক্রোসফট ইতোমধ্যেই তাদের কোডিংয়ের ২০-৩০ শতাংশ কাজ এআই দিয়ে করাচ্ছে, কিন্তু সেই কোডের মূল কাঠামো তৈরির কাজ মানুষের হাতেই।

এ দর্শনের বাস্তব প্রয়োগও করছে মাইক্রোসফট। ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠানটি ২০২৬ সালের মধ্যে ৫ লাখ শিক্ষার্থী, শিক্ষক ও উদ্যোক্তাকে এআই দক্ষতায় প্রশিক্ষিত করতে চায়। ‘এআই ক্যাটালিস্টস’ নামে চালু হওয়া একটি বড় উদ্যোগের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে ১ লাখ ডেভেলপারের শক্তিশালী কমিউনিটি, আর ভারতের ২০টি এআই ল্যাবে প্রশিক্ষণ পাচ্ছেন হাজারো শিক্ষক। 

নাদেলার ভাষায়, ‘এআই কোড লিখতে পারে, কিন্তু সেই কোড কী উদ্দেশ্যে ব্যবহৃত হবে, তা নির্ধারণের ক্ষমতা এখনো মানুষের হাতেই।’ তাই প্রযুক্তি ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য তার পরামর্শ স্পষ্ট-প্রযুক্তির ভিত্তি দৃঢ় করুন, কারণ ভবিষ্যতের সফটওয়্যার বিশ্বে নেতৃত্ব দেবেন তারাই, যারা এআইকে সহযোগী করে গঠনমূলকভাবে চিন্তা করতে জানেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম