Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারবেন এআই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:২৬ এএম

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারবেন এআই

এ মুহূর্তে তথ্যপ্রযুক্তির যুগে আলোড়ন সৃষ্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) যেন আমাদের জীবনে আশীর্বাদ হয়েই এসেছে। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করে দিয়েছে। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট থেকে রিপোর্ট— সব ধরনের কাজে আপনাকে সাহায্য করতে পারে এআই। এমনকি এই কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট আপনার রিপোর্ট-প্রেজেন্টেশন তৈরি করে দেবে মুহূর্তেই। এআই হয়ে উঠেছে আপনার জীবনে নিত্যসঙ্গী। 

আর হ্যাঁ, এআই ব্যবহারের একটি বড় বাধা হচ্ছে ইন্টারনেট। ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলে ব্যবহার করা যায় না এআই চ্যাটবট। যদিও এখন অনেক ফোনেই এআই যুক্ত করেই দিচ্ছে ফোন সংস্থা। এবার গুগল একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে, যার নাম— এআই এজ গ্যালারি। 

স্মার্টফোনে এআই ব্যবহারের অভিজ্ঞতা এই অ্যাপ আমূল বদলে দেবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। কেননা এই শক্তিশালী অ্যাপ মডেলকে ব্যবহার করা যাবে অফলাইনেও। প্রাইভেসি ও দ্রুতগতির পারফরম্যান্সের ক্ষেত্রেও এই অ্যাপ অনেক এগিয়ে। 

কারণ যেহেতু সবটাই ডিভাইসে চলছে, তাই আলাদা করে ডেটা ক্লাউড সার্ভার থেকে টানার প্রয়োজন নেই। ফলে নিরাপত্তার ঝুঁকিও নেই। এবং অবশ্যই সার্ভারের সাড়া পাওয়ার জন্য অপেক্ষার প্রয়োজন আছে বলেও মনে করেন না তারা। এই অ্যাপের নাম— জেম্মা ৩ ১বি। সাইজে মাত্র ৫২৯ এমবি। প্রতি সেকেন্ডে ২৫৮৫ টোকেন প্রসেস করতে পারে এই অ্যাপ। আর এই ছোট সাইজের কারণেই কাস্টম কন্টেন্ট তৈরি থেকে শুরু করে ডকুমেন্ট বিশ্লেষণ ও স্মার্ট রিপ্লাই—সবকিছুই অনায়াসে করতে পারে এই অ্যাপ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম