Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

চাঁদে যাওয়ার প্রশিক্ষণ নিলেন বাংলাদেশি রুথবা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০২:২০ পিএম

চাঁদে যাওয়ার প্রশিক্ষণ নিলেন বাংলাদেশি রুথবা

স্পেস নেশনের ‘মুন পাইওনিয়র মিশন’-এ প্রশিক্ষণ নিচ্ছেন রুথবা ইয়াসমিন— ছবি: সংগৃহীত

‘স্পেস নেশন’-এর মুন পায়োনিয়ার মিশনের তিন দিনের প্রশিক্ষণ সফলভাবে শেষ করেছেন বাংলাদেশি নারী রুথবা ইয়াসমিন। গত ১৬ এপ্রিল স্পেস নেশন জানায়, তাদের মিশনে অংশ নেওয়া অধিকাংশ সদস্যই নারী এবং রুথবা তাদের একজন। 

মহাকাশ আবহাওয়া নিয়ে রুথবার গবেষণা। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ম্যাসাচুসেটসের মাউন্ট হোলিওক কলেজে যান। ২০১৪ সালে পদার্থবিজ্ঞানে ডিগ্রি এবং গণিতে মাইনর শেষ করেন। পরবর্তীতে কোভিডের সময় বাংলাদেশে ফিরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেটা সায়েন্সে উচ্চতর ডিগ্রি এবং ২০২৪ সালে ইউনিভার্সিটি অব সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

রুথবার মহাকাশ যাত্রার স্বপ্ন বুনন শুরু হয় শৈশবে। যুক্তরাষ্ট্রে তার গবেষণা থিসিসের বিষয় ছিল স্পেস ওয়েদার বা মহাকাশের আবহাওয়া। বিশেষ করে জিওম্যাগনেটিক ঝড়, যা পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারকে প্রভাবিত করে। এই থিসিসই হয়ে ওঠে তার মহাকাশ অভিযাত্রার টার্নিং পয়েন্ট। রুথবা বলেন, ‘আমার ভেতরে এক গভীর আকাঙ্ক্ষা ছিল ফিজিক্স ডিগ্রিকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর। সেখান থেকেই শুরু হয়েছে মহাকাশে পা রাখার স্বপ্ন।’ 

স্পেশ নেশনের প্রশিক্ষণে রুথবা দুটি গুরুত্বপূর্ণ পর্বে অংশ নেন। প্রথম রাউন্ডে তিনি ছিলেন Moon Base EVA Specialist। যিনি মক স্পেসস্যুট পরে চাঁদের পৃষ্ঠে অভিযানে অংশ নেন। দ্বিতীয় রাউন্ডে Mission Control Engineer হিসেবে, Moon Base দলের প্রত্যেক সদস্যকে দূর থেকে নির্দেশনা দিয়ে সফলভাবে নিরাপদে ফেরত আনা ছিল রুথবার কাজ। দুটি পর্বেই দারুণ নৈপুণ্য ও দক্ষতা দেখিয়ে সফল হন রুথবা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম