ইন্সটাগ্রাম স্টোরি সেভ হওয়া বন্ধ করবেন যেভাবে
আইটি ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০১:৫১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কি করছেন, মনের কি অবস্থা কিংবা কোথায় যাচ্ছেন—বন্ধুদের তা জানাতে কে না চায়। ইনস্টাগ্রাম তার জন্য বড় মাধ্যম। তবে স্টোরিতে সেসব ছবি ও ভিডিও শেয়ার করে বিড়ম্বনায় পড়ছেন অনেকে। স্টোরিতে দেওয়া ভিডিও সরাসরি সেভ হয় ফোনের গ্যালারিতে।
যথেষ্ট বিরক্তির কারণ এটি। দেখা যায়, একই ছবি বা ভিডিওর কয়েকটি কপি হয়ে যাচ্ছে। তা ডিলিট করতেও বাড়তি হ্যাপা। তাছাড়া ফোনের স্পেস ভরে যাওয়ার ব্যাপারতো আছেই। যদি চান তবে এই অপ্রয়োজনীয় ফাইল আর গ্যালারিতে জমা হবে না। এরজন্য অবশ্য একটি অবশন বন্ধ করে দিতে হবে।
শেয়ার করা স্টোরি ফোনে সেভ হওয়া বন্ধ করবেন যেভাবে
- প্রথমে স্মার্ট ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
- নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
- পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
- এবার স্ক্রল করে আর্কাইভিং অ্যান্ড ডাউনলোডিং অপশন নির্বাচন করুন।
- এবার ‘সেভ স্টোরি টু গ্যালারি’ অপশনে পাশে থাকা টগল বাটনটি বন্ধ করে দিন।
এভাবে স্টোরির ছবি ও ভিডিওগুলো গ্যালারিতে আর সেভ হবে না। একস্ট্রা ছবি বা ভিডিও বাড়তি সমস্যার কারণও হবে না।
