Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

অপরিচিত মেইল আনসাবস্ক্রাইবেও বিপদ!

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:০৮ এএম

অপরিচিত মেইল আনসাবস্ক্রাইবেও বিপদ!

ছবি : সংগৃহীত

বর্তমান ডিজিটাল যুগে আমাদের ইনবক্সে প্রতিনিয়ত ভেসে আসে অসংখ্য অপ্রয়োজনীয় ই-মেইল। বিরক্তিকর এসব মেইল বন্ধ করতে অনেকেই ‘আনসাবস্ক্রাইব’ বাটনে ক্লিক করেন। 

কিন্তু সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অপরিচিত প্রেরকের মেইলে থাকা এ বাটনে ক্লিক করাটা হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডিএনএস ফিল্টারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা টিকে কিয়ানিনি জানান, এসব ক্লিকের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদ পরিবেশ থেকে সরাসরি অনিরাপদ ও ক্ষতিকর ওয়েবসাইটে চলে যেতে পারেন। 

গবেষণায় দেখা গেছে, প্রতি ৬৪৪টি ‘আনসাবস্ক্রাইব’ ক্লিকের মধ্যে অন্তত একটি ক্লিক ক্ষতিকর সাইটে নিয়ে যায়। অপরাধীরা অনেক সময় ‘আনসাবস্ক্রাইব’ লিংককে ব্যবহারকারীর ই-মেইল ঠিকানা যাচাই করার উপায় হিসাবে ব্যবহার করে। এতে ভবিষ্যতে আরও বেশি স্প্যাম পাঠানো হয় বা ফিশিং হামলার শিকার হওয়ার আশঙ্কা থাকে। 

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, আনসাবস্ক্রাইব করতে হলে ই-মেইল অ্যাপ বা ওয়েবমেইলের নিজস্ব ‘আনসাবস্ক্রাইব’ অপশন ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। না হলে সন্দেহজনক মেইল সরাসরি স্প্যাম হিসাবে চিহ্নিত করুন বা প্রেরককে ব্লক করে দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম