ইতিহাস গড়তে প্রস্তুত ব্লু অরিজিনের এনএস-৩৩ মিশন, কারা যাচ্ছেন মহাকাশে
আইটি ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:০৫ এএম
ছবি : সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মহাকাশে মানুষের যাত্রা এখন আর শুধুই গবেষণা কিংবা গবেষকদের জন্য নয়,
ধীরে ধীরে এটি রূপ নিচ্ছে সবার নাগালের এক স্বপ্নযাত্রায়। এই ধারাবাহিকতায় জেফ বেজোসের
মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন তাদের ১৩তম মানব মহাকাশ অভিযান ‘এনএস-৩৩’-এর ছয়জন যাত্রীর
নাম প্রকাশ করেছে। যদিও উৎক্ষেপণের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে মিশনটি
পরিচালিত হবে ব্লু অরিজিনের পশ্চিম টেক্সাসের উৎক্ষেপণ কেন্দ্র থেকে।
এবারের মহাকাশ ভ্রমণে অংশ নিচ্ছেন ছয়জন ভিন্ন পেশা ও পটভূমির ব্যক্তি।
তাদের মধ্যে রয়েছেন পরিবেশ সংরক্ষণকর্মী অ্যালি কুহনার ও তার স্বামী কার্ল কুহনার।
দুজনই প্রকৃতির প্রতি নিবেদিত, যেখানে কার্ল একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসাবেও পরিচিত।
তালিকায় আরও রয়েছেন সমাজসেবক ও মৌ চাষি লিল্যান্ড লারসন, যিনি আগে পারিবারিক পরিবহণ
ব্যবসার নেতৃত্বে ছিলেন। এছাড়া তরুণ উদ্যোক্তা ও গলফার ফ্রেডি রেসিগনো, আইনজীবী ও লেখক
উয়োলাবি স্যালিস এবং অবসরপ্রাপ্ত আইনজীবী ও অভিযাত্রী জিম সিটকিনও রয়েছেন এ দলের অংশ।
এদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সামাজিক কর্মকাণ্ড অর্জনের মাধ্যমে নিজেদের
আলাদা পরিচিতি তৈরি করেছেন। এ মিশনটিকে অনেকে দেখছেন ‘কমন ম্যান’-এর মহাকাশ স্পর্শের
নতুন এক উদাহরণ হিসাবে। ‘নিউ শেফার্ড’ নামের স্বয়ংক্রিয় রকেটটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য
এবং সাব-অরবিটাল ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের কয়েক মিনিটের জন্য ওজনহীনতার অভিজ্ঞতা
দেবে। এই স্বল্প সময়েই মহাকাশের নিঃসীম অন্ধকারের মাঝে পৃথিবীর বাঁকা রেখা উপভোগ করতে
পারবেন যাত্রীরা। ২০২১ সালের প্রথম মানব অভিযানের পর ‘এনএস-৩৩’ হবে ব্লু অরিজিনের ১৩তম
এবং ২০২৫ সালের চতুর্থ মানব মহাকাশ মিশন। এ যাত্রার মাধ্যমে স্পেস ট্যুরিজম আবারও এক
ধাপ এগিয়ে গেল সাধারণ মানুষের দৃষ্টিসীমার কাছে।
