Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বেজোসের রাজকীয় বিয়ে ঘিরে প্রতিবাদে উত্তাল ভেনিস, কিন্তু কেন?

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৯:৪৮ এএম

বেজোসের রাজকীয় বিয়ে ঘিরে প্রতিবাদে উত্তাল ভেনিস, কিন্তু কেন?

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস ও তার বাগদত্তা লরেন সানচেজ ইতালির ঐতিহাসিক ভেনিস শহরে বিয়ের আয়োজন করেন। ২৩ থেকে ২৫ জুন সান জর্জিও দ্বীপে তিন দিনের বিলাসবহুল এ আয়োজনে খরচ হয় প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার। ভেনিসের খালঘেঁষা দ্বীপে নোঙর করেছে বেজোসের ৫০০ মিলিয়ন ডলারের সুপারইয়ট ‘কোরু’। 

তবে এ আয়োজন ঘিরে উৎসবের পাশাপাশি ছড়িয়েছে বিতর্ক। শহরের বাসিন্দারা ‘নো স্পেস ফর বেজোস’ স্লোগানে পোস্টার, ব্যানার ও গ্রাফিতি ছড়িয়ে দিয়েছেন শহরজুড়ে। 

অনেকে খাল দখল, নৌকা প্রতিবাদ ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে ‘সান জর্জিও মাজোরে বাসিলিকা’ জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া এবং ধনী বিদেশিদের জন্য শহরকে ‘ব্যক্তিগত থিয়েটার’ হিসাবে ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয় অধিকারকর্মীরা। 

ভেনিস দীর্ঘদিন ধরেই ‘ওভার ট্যুরিজম’ এবং বসবাস সংকটে ভুগছে। এ রকম বিতর্ক এর আগেও দেখা গেছে, যেমন-২০১৪ সালে জর্জ ও আমাল ক্লুনির বিয়ের সময়। 

এ আয়োজনে উঁচু দরের অতিথিদের আমন্ত্রণ থাকলেও স্থানীয়দের কাছে এটি এক ধরনের ‘শহর বিক্রির প্রতীক’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম