এবার নেটফ্লিক্সে দেখা যাবে নাসার ‘লাইভ মহাকাশ’
আইটি ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৯:২৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নাসা প্লাস’-এর কনটেন্ট
এখন থেকে দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। চলতি গ্রীষ্মের শেষের দিকে
এ সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছে নাসা। এর ফলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দর্শকরা
রকেট উৎক্ষেপণ, মহাকাশচারীদের স্পেসওয়াক, বিভিন্ন মিশনের সরাসরি সম্প্রচার ও আন্তর্জাতিক
মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করতে পারবেন।
নাসা প্লাস মূলত সংস্থাটির নিজস্ব অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তবে
এবার তা নেটফ্লিক্সের মাধ্যমে বৈশ্বিক দর্শকের দোরগোড়ায় পৌঁছাবে।
নাসার মহাব্যবস্থাপক রেবেকা সিরমন্স বলেন, ১৯৫৮ সালের ‘ন্যাশনাল অ্যারোনটিকস
অ্যান্ড স্পেস অ্যাক্ট’ অনুসারে আমাদের দায়িত্ব মহাকাশ গবেষণার গল্প মানুষের কাছে পৌঁছানো।’
নাসার এ উদ্যোগের ফলে দর্শকরা ঘরে বসেই মহাকাশ অভিযান, আবিষ্কার ও বৈজ্ঞানিক কীর্তির
সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন।
উল্লেখ্য, ৩০ কোটিরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে নেটফ্লিক্সে। সেখানে এ
কনটেন্ট যুক্ত হওয়ায় নতুন প্রজন্মকে বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় অনুপ্রাণিত করার সুযোগ
আরও প্রসারিত হলো।
