Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৭ পিএম

নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহীত

টাইপিং ইন্ডিকেটরের একটি নতুন সংস্করণ চালু করছে হোয়াটসঅ্যাপ।  এতে কতজন ব্যবহারকারী  একটি গ্রুপ চ্যাটে বার্তা টাইপ করছে তা দেখা যাবে।  আর এটি ব্যবহারকারীদের রিয়েল-টাইম গ্রুপ কার্যকলাপের আরও ভাল ধারণা দেবে।

নতুন এই ফিচারটি বর্তমানে কিছু বিটা পরীক্ষকদের জন্য সর্বশেষ হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.২০.১৭ আপডেটে পাওয়া যাবে বলে জানিয়েছে ডব্লিউএবেটাইনফো। 

এই ফিচারের পূর্বে যখন একাধিক ব্যক্তি একই সময়ে একটি গ্রুপ চ্যাটে টাইপ করছিলেন, তখন জনপ্রিয় মেটা-মালিকানাধীন তাৎক্ষণিক বার্তাপ্রেরণ অ্যাপটি চ্যাট তালিকায় কেবল একজন অংশগ্রহণকারীর নাম প্রদর্শন করত। এর অর্থ হল ব্যবহারকারীরা বুঝতে পারতেন না যে অন্যরাও কথোপকথনে সক্রিয় আছেন কিনা যদি না তারা গ্রুপ চ্যাটটি খুলেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য সুখবর দিল অ্যাপল

তবে হোয়াটসঅ্যাপ এখন একক নামটি টাইপিং ইন্ডিকেটরের নতুন সংস্করণ দিয়ে প্রতিস্থাপন করেছে, যা চ্যাট তালিকায় দেখা যায়। 

নতুন এই ফিচারটি গ্রুপে কী ঘটছে তাতে স্বচ্ছতা নিয়ে আসবে, ব্যবহারকারীদের চ্যাটে প্রবেশ না করেই। এই ছোট পরিবর্তনটি একটি গতিশীল স্ট্রিং নিয়ে এসেছে, যা চ্যাটে টাইপ করা অংশগ্রহণকারীদের সংখ্যা দেখাবে, যেমন: ‘২ জন টাইপ করছে’।

তবে, এই ফিচারটি শুধুমাত্র টাইপিং কার্যকলাপের ক্ষেত্রে প্রযোজ্য। যদি একাধিক ব্যবহারকারী একই সময়ে ভয়েস বার্তা রেকর্ড করেন তাহলে হোয়াটসঅ্যাপ আগের মতোই  চ্যাট তালিকায় কেবলমাত্র একজন অংশগ্রহণকারীর নাম প্রদর্শন করবে।

সূত্র: জিও নিউজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম