ফোন নম্বর ছাড়াই অফলাইন মেসেজিং অ্যাপ ‘বিটচ্যাট’
আইটি ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারের বিকল্প হিসাবে প্রযুক্তি ও গোপনীয়তা
সচেতনদের জন্য হাজির ‘বিটচ্যাট’। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের (বর্তমান এক্স) সহপ্রতিষ্ঠাতা
ও সাবেক সিইও জ্যাক ডরসির এই নতুন মেসেজিং অ্যাপ একেবারেই ব্যতিক্রমী।
ইন্টারনেট, কেন্দ্রীয় সার্ভার, এমনকি ফোন নম্বর বা ইমেইল ছাড়াও চলে অ্যাপটি!
বিটচ্যাট পুরোপুরি ব্লুটুথ মেশ নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি। কাছাকাছি থাকা ডিভাইসগুলোর
সঙ্গে এনক্রিপ্টেড পিয়ার-টু-পিয়ার বার্তা আদান-প্রদান সম্ভব করে এটি।
বার্তা কোনো কেন্দ্রীয় জায়গায় জমা না থেকে শুধুই ব্যবহারকারীর ডিভাইসে
থাকে এবং সময়মতো মুছে যায়। ডরসি এটিকে ব্যক্তিগত গবেষণা হিসাবে উল্লেখ করেছেন।
এখানে তিনি ‘স্টোর অ্যান্ড ফরোয়ার্ড’, রিলে, ব্রিজ ডিভাইস ও এনক্রিপশন
প্রযুক্তি কাজে লাগিয়েছেন। ব্যবহারকারী যখন চলাফেরা করেন, তখন তার ডিভাইস নিজে থেকেই
‘ব্লুটুথ ক্লাস্টার’ তৈরি করে এবং মেসেজ অন্যদের কাছে পৌঁছে দেয়-পুরো প্রক্রিয়াই অফ-গ্রিড!
অ্যাপটিতে ‘রুম’ বা গ্রুপ চ্যাটের সুবিধা আছে, যা হ্যাশট্যাগ ও পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত
করা যায়।
ভবিষ্যতে ওয়াইফাই ডাইরেক্ট যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সেন্সরশিপ প্রতিরোধী
এ প্ল্যাটফর্ম হংকংয়ের আন্দোলনের সময় ব্যবহৃত প্রযুক্তির অনুপ্রেরণায় তৈরি। বিটচ্যাট
হতে পারে সংকটকালীন সময়ে যোগাযোগের একটি নির্ভরযোগ্য মাধ্যম- যেখানে স্বাধীনতা ও গোপনীয়তা
অগ্রাধিকার পায়।
